দুই অর্থবছরে বিমানের লাভ ৬শ’ কোটি ১২ লাখ ৩৩ হাজার টাকা : মেনন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বিগত ২০১৪-১৫ ও ২০১৫-১৬ অর্থবছরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬শ’ কোটি ১২ লাখ ৩৩ হাজার টাকা লাভ করেছে। তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য সফুরা বেগমের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে আরও বলেন, ২০১৪-১৫ অর্থবছরে বিমান লাভ করেছে ৩২৪ কোটি ১৩ লাখ ৩৫ হাজার টাকা এবং ২০১৫-১৬ অর্থবছরে লাভ করেছে ২৭৫ কোটি ৯৮ লাখ ৯৮ হাজার টাকা। রাশেদ খান মেনন বলেন, ১৯৯১ সাল থেকে ২০১৬ পর্যনÍ ২৬টি অর্থবছরে বিমান লাভ করেছে ১২ অর্থবছর এবং লোকসান দিয়েছে ১৪ অর্থবছরে। এরমধ্যে ১৯৯১-৯২ অর্থবছরে বিমান লাভ করেছে ৩২ কোটি ৮৯ লাখ ৭৫ হাজার টাকা, ১৯৯২-৯৩ অর্থবছরে লাভ করেছে ৬৯ কোটি ৬১ লাখ ১২ হাজার টাকা, ১৯৯৩-৯৪ অর্থবছরে লাভ করেছে ৭০ কোটি ৭০ লাখ ৫৯ হাজার টাকা, ১৯৯৪-৯৫ অর্থবছরে লাভ করেছে ৭২ কোটি ৭১ লাখ ২৯ হাজার টাকা, ১৯৯৫-৯৬ অর্থবছরে লাভ করেছে ৩৪ কোটি ৮১ লাখ ২৭ হাজার টাকা, ১৯৯৮-৯৯ অর্থবছরে লাভ করেছে ১৬ কোটি ২৯ লাখ ২৯ হাজার টাকা, ১৯৯৯-২০০০ অর্থবছরে লাভ করেছে ১৩ কোটি ১৬ লাখ ৮৭ হাজার টাকা,
২০০৩-০৪ অর্থবছরে লাভ করেছে ৩৪ কোটি ১৬ লাখ ৯৬ হাজার টাকা, ২০০৭-০৮ অর্থবছরে লাভ করেছে ৫ কোটি ৯১ লাখ ৫ হাজার টাকা, ২০০৮-০৯ অর্থবছরে লাভ করেছে ১৫ কোটি ৫৭ লাখ ৮৫ হাজার টাকা, ২০১৪-১৫ অর্থবছরে লাভ করেছে ৩২৪ কোটি ১৩ লাখ ৩৫ হাজার টাকা এবং ২০১৫-১৬ অর্থবছরে লাভ করেছে ২৭৫ কোটি ৯৮ লাখ ৯৮ হাজার টাকা। তিনি বলেন, বিমান যে ১৪ অর্থবছরে বিমান লোকসান দিয়েছে এর মধ্যে ১৯৯০-৯১ অর্থবছরে লোকসান দিয়েছে ২৭ কোটি ৪০ লাখ ৬৪ হাজার টাকা, ১৯৯৬-৯৭ অর্থবছরে লোকসান দিয়েছে ৮১ কোটি ৩৯ লাখ ৪০ হাজার টাকা, ১৯৯৭-৯৮ অর্থবছরে লোকসান দিয়েছে ৪৪ কোটি ৫১ লাখ ৫ হাজার টাকা, ২০০০-০১ অর্থবছরে লোকসান দিয়েছে ৯৩ কোটি ৬ লাখ ২০ হাজার টাকা, ২০০১-০২ অর্থবছরে লোকসান দিয়েছে ৭৩ কোটি ৭২ লাখ ৮০ হাজার টাকা, ২০০২-০৩ অর্থবছরে লোকসান দিয়েছে ৪৪ কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকা, ২০০৪-০৫ অর্থবছরে লোকসান দিয়েছে ১৯১ কোটি ৬৬ লাখ টাকা, ২০০৫-০৬ অর্থবছরে লোকসান দিয়েছে ৪৫৪ কোটি ৭১ লাখ ৪৭ হাজার টাকা, ২০০৬-০৭ অর্থবছরে লোকসান দিয়েছে ২৭২ কোটি ১৭ লাখ ১১ হাজার টাকা, ২০০৯-১০ অর্থবছরে লোকসান দিয়েছে ৪৬ কোটি ২ লাখ ৮ হাজার টাকা, ২০১০-১১ অর্থবছরে লোকসান দিয়েছে ২২৪ কোটি ১৬ লাখ ৩৫ হাজার টাকা, ২০১১-১২ অর্থবছরে লোকসান দিয়েছে ৫৯৪ কোটি ২১ লাখ ১৫ হাজার টাকা, ২০১২-১৩ অর্থবছরে লোকসান দিয়েছে ২৮৫ কোটি ৬৩ লাখ ১৮ হাজার টাকা এবং ২০১৩-১৪ অর্থবছরে লোকসান দিয়েছে ২৮৫ কোটি ৬১ লাখ ২২ হাজার টাকা। বাসস

No comments

Powered by Blogger.