লন্ডনে এবার মসজিদের কাছে গাড়ি হামলা

লন্ডনে ফের গাড়ি হামলা হয়েছে। পথচারীদের পিষল দুরন্ত গতিতে ছুটে আসা ভ্যান। এই ঘটনায় সন্ত্রাসযোগ রয়েছে কিনা খতিয়ে দেখছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। তবে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারানোতেই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তের পর দাবি তাদের। এখন পর্যন্ত ১ জনকে গ্রেফতারর করা হয়েছে। তবে হতাহতের সংখ্যা জানা যায়নি। রোববার মধ্যরাতে উত্তর লন্ডনের ফিনসবারি পার্কে সেভেন সিস্টার্স রোডে একটি মসজিদের বাইরে দুর্ঘটনাটি ঘটেছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পৌঁছেছে অ্যাম্বুলেন্স পরিষেবাও। তবে প্রাণহানি ঘটেছে কিনা এবং ঠিক কতজন আহত হয়েছেন, তা এখন পর্যন্ত জানা যায়নি।
খুব শিগগির বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। দুর্ঘটনার জেরে সেভেন সিস্টার্স রোড, হর্নসি রোড এবং রক স্ট্রিটের যান চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। ‘‌দ্য মুসলিম কাউন্সিল অফ ব্রিটেন’‌–এর তরফে টুইটারে একটি বিবৃতি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, ‘‌রমজান উপলক্ষে রোববার রাতে বিশেষ নামাজের আয়োজন করা হয়েছিল ফিনসবারি পার্ক সংলগ্ন ওই মসজিদে। সেখান থেকে নামাজ পড়ে বেরোচ্ছিলেন কয়েকজন। সেই সময় দুর্ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানাই।’‌ সংস্থার প্রধান হারুন খান অবশ্য এই ঘটনার সঙ্গে সন্ত্রাস যোগ রয়েছে বলে দাবি করেছেন। গাড়ির চালক ইচ্ছাকৃতভাবে পথচারীদের চাপা দিয়েছে বলে নিজের টুইটার হ্যান্ডলে দাবি করেছেন তিনি।

No comments

Powered by Blogger.