ভারতে ভূমিকম্প

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মনিপুর রাজ্যে সোমবার ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির কর্মকর্তারা একথা জানিয়েছেন। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৪টা ৫ মিনিটে ৪.৪ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। ভারতীয় আবহাওয়া বিভাগ জানায়, ‘ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মনিপুরের ইম্ফলে ২৪.৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে ৯৩.৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।’ তারা আরো জানান, ‘ভূমিকম্পটি ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে।’ ইম্ফল মনিপুরের রাজধানী। পুরো নগরীজুড়েই ভূমিকম্পটি অনুভূত হয়। যদিও এখন পর্যন্ত এই ঘটনায় ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। গত বছর মনিপুর ও এর আশপাশের অঞ্চলে ৬.৭ মাত্রার একটি ভূমিকম্পের আঘাতে আট জন প্রাণ হারায় ও প্রায় একশ বাড়িঘর ধ্বংস হয়।

No comments

Powered by Blogger.