হুমায়ূন আহমেদের গল্পে স্পর্শিয়া

জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের গল্প মানেই ভিন্ন কিছু। প্রয়াত হলেই তার অমর সৃষ্টির মাঝেই বেঁচে আছেন তিনি। তার গল্প নিয়ে নাটক নির্মাণ নতুন কিছু নয়। বাঙালির প্রতিটি উৎসবেই হুমায়ূন ভক্তরা তার গল্পের নাটক প্রত্যাশা করেন। ভক্তদের এ প্রত্যাশা থেকেই হুমায়ূন পত্নী মেহের আফরোজ শাওন এবারের ঈদের জন্য নির্মাণ করলেন নাটক ‘থ্রি টু ওয়ান জিরো অ্যাকশান’ শিরোনামের একটি নাটক। হুমায়ূন আহমেদের গল্পে নাটকটির চিত্রনাট্যও করেছেন শাওন। এতে অভিনয় করেছেন টিভি পর্দার পরিচিত মুখ অর্চিতা স্পর্শিয়া। নাটকটির গল্পে দেখা যাবে, সিনেমার নায়ক হতে চেয়ে চেষ্টা চালিয়েও পারেননি চৌধুরী খালেকুজ্জামান।
কিন্তু সহজে দমে যাওয়ার পাত্র নন তিনি। তাই তার উর্বর মস্তিষ্ক নায়ক হওয়া থেকে ডিরেক্টর হওয়া সহজ পদ্ধতি আবিষ্কার করে। এরপরই প্রচণ্ড নাটকীয়তায় যাত্রা শুরু হয়। এতে অভিনয় প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, ‘হুমায়ূন স্যারের গল্পের নাটক মানেই ভিন্ন কিছু। আমারও প্রিয় লেখক তিনি। তার গল্প নিয়ে নতুন করে কিছু বলার প্রয়োজন নেই। প্রিয় লেখকের গল্পে শাওন আপার ডিরেকশনও এতে কাজ করতে পেরে সত্যিই খুব উচ্ছ্বসিত আমি। নাটকটি দর্শকদের ঈদের আনন্দ আরও বাড়িয়ে দেবে।’ নাটকটি ঈদের দিন চ্যানেল আইয়ে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচার হবে।

No comments

Powered by Blogger.