ভানুয়াতুর প্রেসিডেন্ট বাল্ডউইনের মৃত্যু

ভানুয়াতুর প্রেসিডেন্ট বাল্ডউইন লন্সডেল মারা গেছেন। শনিবার রাজধানী পোর্ট ভিলায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। লন্সডেলের বয়স হয়েছিল ৬৭ বছর। একটি বড় ধরনের দুর্নীতি কেলেঙ্কারির ঘটনায় তার ডেপুটি প্রেসিডেন্ট জড়িত থাকায় ২০১৫ সালে তিনি দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনার ঘোষণা দেন। পরে দুর্নীতির এ কেলেঙ্কারিতে মন্ত্রিসভার অর্ধেক অর্থাৎ ১৪ জন মন্ত্রীকে বরখাস্ত করেন লন্সডেল। খবর বিবিসির।
ভানুয়াতু ডেইলি পোস্ট জানায়, শনিবার মধ্যরাতে হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তার মৃত্যুতে রোববার সকালে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে। ভিলা সেন্ট্রাল হাসপাতালে তার লাশ রাখা হয়েছে। ভানুয়াতুর সাবেক এমপি সেলা মোলিসা রেডিও নিউজিল্যান্ডকে জানান, ‘ভানুয়াতু একজন মহান নেতাকে হারাল। দেশের জনগণের মর্যাদা রক্ষায় কাজ করেছেন তিনি। জনগণ তাকে খুব ভালোবাসত।’ লন্সডেল ২০১৪ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন। এর আগে তিনি সরকারি কর্মকর্তা ও অ্যাংলিকান পাদ্রী ছিলেন।

No comments

Powered by Blogger.