৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

৪ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রেললাইন রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এর আগে সকাল সাড়ে ৮টায় টানা বৃষ্টিপাতের কারণে মৌলভীবাজারের লাউয়াছড়ায় পাহাড় ধসে রেললাইনে মাটি পড়ে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ ঘটনায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকামুখী  কালনী এক্সপ্রেস কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। পরে রেলওয়ের একটি টিম দীর্ঘ ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে লাইনটি সচল করে বলে যুগান্তরকে জানান শ্রীমঙ্গলস্থ রেলওয়ের স্টেশন মাস্টার মো. জাফর আলম। তিনি বলেন, আমাদের টিম দীর্ঘ চার ঘণ্টা কাজ করে লাইনটি সচল করতে সক্ষম হয়েছে। এখন সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

No comments

Powered by Blogger.