বেনাপোল চেকপোষ্ট থেকে ডলার ও রুপিসহ চার যাত্রী আটক

বেনাপোল চেকপোষ্ট কাষ্টমস তল্লাশি কেন্দ্র থেকে ২১ হাজার ৩ শত মার্কিন ডলার ও সাড়ে ৮ লাখ ভারতীয় রুপি সহ ৪ জন পাসপোর্টযাত্রীকে আটক করেছে কাষ্টমস শুল্ক গোয়েন্দারা। বুধবার সকাল সাড়ে ৮ টার সময় তাদের কাষ্টমস বাউন্ডারীরর ভিতর থেকে আটক করা হয়। বেনাপোল কাষ্টমস শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক সাদিক হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে ইন্সপেক্টর চাঁদ মাহমুদ সহ কয়েকজন কাষ্টমস কর্মকর্তার মাধ্যমে চেকপোষ্ট কাষ্টসম এর ভিতর পর্যবেক্ষন করা হয়। এ সময় ভারত থেকে এসে কাষ্টমস এর বাহিরে চারজন অপেক্ষা করায় এবং সংবাদের সাথে তাদের মিল থাকায় কাষ্টমস এর ভিতর ডেকে তাদের তল্লশি করা হয়।
তখন তাদের শরীরে থাকা বিশেষ কায়দায় লোকানো থাকা ২১ হাজার ৩ শত মার্কিন ডলার এবং সাড়ে ৮ হাজার ভারতীয় ্রুপি উদ্ধার করা হয়। যা বাংলাদেশী টাকায় ২৭ লাখ টাকা। আটককৃতরা হলো মানিকগঞ্জ জেলার দক্ষিন ভান্ডারীয়া গ্রামের মোতালেবের ছেলে জামাল হোসেন , একই জেলার শাটুরিয়া গ্রামের কাদের খানের ছেলে কবির খান , শরীয়তপুর জেলার নরিয়া গ্রামের হাবিবুরের ছেলে বরকত হোসেন ও শরিয়ত পুর জেলার নরিয়া থানার মুলপাড়া গ্রামের হাবিবুরের ছেলে উজ্জল হোসেন । আটককৃত টাকা কাষ্টমস হাউজের শুল্ক গুদামে জমা করা হবে এবং পাসপোর্ট যাত্রীদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

No comments

Powered by Blogger.