সিসিকের ভাগাড়ে আতিয়া মহলের সোনা গহনা!

ভয়ঙ্কর জঙ্গি আস্তানা সিলেটের আতিয়া মহলের ধ্বংসস্তূপে হারিয়ে যাওয়া সোনার গহনা সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ময়লা আবর্জনার ভাগাড়ে। ভাড়াটেদের হারিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ কাগজপত্রও হারিয়ে গেছে ময়লার ভাগাড়ে। অনেকেই তার সঞ্চিত টাকা সোনা গহনা খুইয়ে দিশেহারা। কিন্তু কোনো কিছুই পাচ্ছেন না, সবকিছু তছনছ হয়ে গেছে। বিয়ের অ্যাংগেজমেন্টের সোনা গহনা কাপড়চোপড় সবকিছু হারিয়ে গেছে। আতিয়া মহলের সোনা গহনা কোথায় গেল এ নিয়ে যুগান্তরে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। আতিয়া মহলের মালিক উস্তার আলী যুগান্তরকে বলেন, অপারেশন শেষে ভবনটি হস্তান্তরের পর ভাড়াটিয়ারা পুলিশের উপস্থিতিতে বাসায় প্রবেশ করেন। ভাড়াটিয়াদের লাখ লাখ টাকা, সোনা গহনা ছিল বাসার ভেতরে। এগুলো হারানোর কথা নয়। এখানে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক পাহারায় ছিল।
তিনি অভিযোগ করেন, সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা পরিষ্কার করার সময় এলোপাতাড়িভাবে এক্সেভেটর দিয়ে ভাড়াটিয়াদের সোনা গহনাসহ মূল্যবান সম্পদ ময়লা আবর্জনার গাড়িতে করে পারাইরচকে ময়লার ভাগাড়ে ফেলে দিয়েছে। আমার চোখের সামনে এমন সম্পদ নষ্ট না করার জন্য বাধা দিলে পরিচ্ছন্নতা কর্মী তানভীরসহ অভিযানে থাকা কর্মচারীরা বাধা উপেক্ষা করে দ্বিতীয় ও তৃতীয় তলার জানালা দিয়ে এক্সেভেটর ঢুকিয়ে আলমারি ফ্রিজসহ সোনা গহনা ও মূল্যবান জিনিসপত্র নষ্ট করে। নিচতলায় অভিযানের পর মালামালগুলো স্তূপ হয়ে পড়েছিল। কিন্তু সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা অভিযানকারী দল পুড়ে যাওয়া মালামালের সঙ্গে মূল্যবান জিনিসপত্রও মিশিয়ে নষ্ট করে দিয়েছে। এমনকি পাশ্ববর্তী একটি বাসার সামনে নিরাপদে রাখা ভাড়াটিয়া আনোয়ার হোসেন খানের পিকআপ ভ্যানটি এক্সেভেটর দিয়ে ভেঙে সিটির মালবাহী গাড়িতে করে নিয়ে পারাইরচক-লালমাটিয়ার ময়লার ভাগাড়ে ফেলে দিয়েছে। এ সময় তাদের সতর্কতার সহিত পরিষ্কার পরিচ্ছন্ন করার অনুরোধ করলেও তাতে পরিচ্ছন্নতা কর্মীরা কর্ণপাত করেনি। দায়িত্বজ্ঞানহীনভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করায় মূল্যবান সম্পদ খুইয়ে অনেকেই এখন দিশেহারা।

No comments

Powered by Blogger.