রোনাল্ডোর হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রিয়াল

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর হ্যাটট্রিকে বায়ার্ন মিউনিখকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের টিকিট পেল রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে জার্মান ক্লাব বায়ার্নকে ৪-২ গোলে হারায় জিনেদিন জিদানের শিষ্যরা। এর আগে বায়ার্নের মাঠে প্রথম লেগে ২-১ গোলে জিতেছিল রিয়াল। দ্বিতীয় লেগের খেলায় প্রথমার্ধ গোলশূন্যভাবেই পার হয়। বিরতি থেকে ফিরে ৫৩  মিনিটে পেনাল্টি থেকে বায়ার্নকে এগিয়ে নেন লিওনডোস্কি।
তবে ৭৬ মিনিটে গোল পরিশোধ করেন রোনাল্ডো। ৭৮ মিনিটে রিয়ালের জালে বল জড়ান সার্জিও রামোস। ৮৪ মিনিটে বায়ার্নের ভিদাল লাল কার্ড পেলে ১০ জনের দলে পরিণত হয় সফরকারীরা। নির্ধারিত সময়ে দুই লেগ মিলে ২-২ এ ড্র হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে ১০ জনের বায়ার্ন আর দাঁড়াতেই পারেনি স্বাগতিকদের সামনে। ১০৪ মিনিটে ব্যবধান বাড়ান রোনাল্ডো। ১০৯ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন রিয়ালের এ তারকা ফুটবলার। বায়ার্নের জালে শেষ পেরেক ঢুকেন মার্কো আসেনসিও। ১১২ মিনিটে গোল করেন মার্কো। দিনের অন্য খেলায় লেইচেস্টার সিটিকে হারিয়ে সেমির টিকিট পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। দুই লেগ মিলিয়ে লেইচেস্টারকে ২-১ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো।

No comments

Powered by Blogger.