রংপুরে পরিত্যক্ত তিনটি গ্রেনেড উদ্ধার

বাড়ি করার জন্য মাটি খোড়াখুড়ির সময় রংপুর মহানগরীর চরকবাজার আশরতপুর এলাকা থেকে আজ বুধবার সকালে তিনটি পরিত্যাক্ত গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। গ্রেনেড তিনটি মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর বলে জানিয়েছে পুলিশ। রংপুর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) সাইফুর রহমান সাইফ জানিয়েছেন, আশরতপুর এলাকার তোফায়েল আহমেদ নামের এক ব্যক্তি বাড়ি করার জন্য মাটি খোড়াখুড়ি করছিলেন।
এসময় তিনটি গ্রেনেড দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে গ্রেনেড তিনটি উদ্ধার করে। তিনি জানান, ওই বাড়ি এলাকায় মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান হানাদার বাহিনীর ক্যাম্প ছিল। গ্রেনেড তিনটি পরিত্যাক্ত এবং সেই সময়ের বলে ধারণা করছি। এ ব্যাপারে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ এবিএম জাহিদুল ইসলাম জানান, গ্রেনেড তিনটি পরিত্যাক্ত ও নিষ্ক্রিয়। এগুলো থানা হেফাজতে রাখা হয়েছে।

No comments

Powered by Blogger.