তারা যখন ক্রিকেটার

এবার ক্রিকেটার হিসেবে নাম লেখালেন টিভি পর্দার তিন পরিচিত মুখ মিশু সাব্বির, এ্যালেন শুভ্র ও সাফা কবির। ব্যাট হাতে মহল্লার ক্লাবের হয়ে মাঠে খেলবেন তারা। এ খেলাটি টিভিতেও দেখা যাবে। আসছে ঈদ উপলক্ষে আসাদ জামানের রচনায় মোস্তফা কামাল রাজ নির্মাণ করেছেন টেলিফিল্ম ‘ছক্কা’। মূলত পাড়া মহল্লার ক্রিকেট টিম নিয়ে টেলিফিল্মের গল্প আবর্তিত হয়েছে। এ টেলিফিল্মেই ক্রিকেটারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন মিশু সাব্বির, এ্যালেন শুভ্র ও সাফা কবির। এক এলাকার ক্রিকেট দলের কোচের ছেলে ও দলের অধিনায়ক এ্যালেন। অপর এলাকার কোচের মেয়ে সাফা কবির।
সাফা কবিরকে পছন্দ করেন এ্যালেন কিন্তু সাফা এ্যালেনে নাখোশ। ক্রিকেট প্রলোভনে এ্যালেন সাফা কবিরকে প্রেমের প্রস্তাবে রাজি করানোর চেষ্টা করেন। অন্যদিকে মিশু সাব্বিরও আবার সাফাকে পছন্দ করেন। দু’জনের ভালোবাসার কেন্দ্র হলেন সাফা। এ নিয়েই ঘটবে নানা ঘটনা। এতে অভিনয় প্রসঙ্গে সাফা কবির বলেন, ‘মজার এক চরিত্রে অভিনয় করেছি। এতে আমাদের সবাইকেই দারুণভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন পরিচালক। এতে মেয়েকে নিয়ে মহল্লার ছেলেদের বর্তমানের নানা ঝামেলাগুলো উঠে আসবে।’ টেলিফিল্মটিতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, রুমি, ওয়াসিম খান, নবী, রিপন, মনিরা মিঠু, আনোয়ারসহ প্রমুখ। আসছে ঈদে চ্যানেল আইয়ে টেলিফিল্মটি প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা

No comments

Powered by Blogger.