কিশোরগঞ্জের সৈয়দ হুসাইন ও মোসলেম প্রধানের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় কিশোরগঞ্জের সৈয়দ মো: হুসাইন ও মোহাম্মদ মোসলেম প্রধানকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। আজ বুধবার চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে এই রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হচ্ছেন বিচারপতি মো: শাহিনুর ইসলাম ও বিচারপতি মো: সোহরাওয়ার্দী। তাদের বিরুদ্ধে থাকা ছয়টি অভিযোগই প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করা হয়েছে। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে আসামি মোসলেম প্রধানকে কারাগার থেকে ট্রাইব্যুনালের হাজতখানায় আনা হয়।
মোসলেম প্রধান কারাগারে থাকলেও সৈয়দ মো: হুসাইন পলাতক। হোসেন ট্রাইব্যুনালের রায়ে মৃতুদণ্ডপ্রাপ্ত পলাতক সৈয়দ মো: হাসান ওরফে হাছেন আলীর ছোট ভাই। এ দুজনের বিরুদ্ধে ২০১৬ সালের ৯ মে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয় ট্রাইব্যুনালে। এক বছরের কম সময়ের মধ্যেই এই বিচার শেষে মামলাটি সিএভি রাখেন আদালত। তাদের বিরুদ্ধে হত্যার ৬২টি, অপহরণ ও আটক ১১জনকে এবং লুটপাট ও অগ্নি সংযোগসহ বাড়ি-ঘরে আগুন দেওয়ার অভিযোগ আনা হয়। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর তুরিন আফরোজ। আসামিদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুস সাত্তার পালোয়ান।

No comments

Powered by Blogger.