শেরপুরে সেফটিক ট্যাংকে ২ শ্রমিকের মৃত্যু

বগুড়ার শেরপুর উপজেলায় সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুইজনের মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন আরো একজন। বুধবার সকালে উপজেলার চান্দাইকোনা বাজারে নির্মাণাধীন বাড়িতে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের ররোয়া গ্রামের মৃত আয়নালের ছেলে রাজমিস্ত্রী আনোয়ার হোসেন (৩৫) ও বেটখৈর গ্রামের মৃত. শুকুর আলীর ছেলে  দিনমজুর সোলায়মান (৪৮)। শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সোহেল রানা জানান, উপজেলার চান্দাইকোনা বাজারে রিপন সাহার বাড়ি নির্মাণের কাজ করছিলেন আনোয়ার হোসেনসহ একদল রাজমিস্ত্রী।
সকাল সাড়ে ৯টার দিকে কাজ করার জন্য সেফটিক ট্যাংকে নামলে প্রথমে মিস্ত্রী আনোয়ার হোসেনের মৃত্যু হয়। তাকে উদ্ধারের জন্য দিনমজুর সোলায়মান সেফটিক ট্যাংকে নামলে সুলায়মানও মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একদল কর্মী এসে তাদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুরুতর আহত একজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওই স্টেশন অফিসার।

No comments

Powered by Blogger.