সিলেটের সেই পাথর শামীম কারাগারে

সিলেটের পাথর রাজ্যের অঘোষিত ‘রাজা’ যুবলীগ নেতা বহুল আলোচিত পাথর শামীম এখন কারাগারে। রোববার চাঞ্চল্যকর আব্দুল আলী হত্যা মামলায় জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। দীর্ঘদিন পলাতক থাকার পর এদিন আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন পাথর শামীম। শুনানি নিয়ে জামিন না মঞ্জুর করে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বিচারক ইছরাত জাহান তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শামসুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৪ ফেব্রুয়ারি আব্দুল আলীসহ ৩৬ আসামির বিরুদ্ধে দেয়া চার্জশিট আমলে নেন আদালত। এরপর আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। উল্লেখ্য, ২০১৪ সালের ২৪ অক্টোবর সন্ধ্যায় কোম্পানীগঞ্জ উপজেলার কাটাগাঙ নামক স্থানে যুবলীগ নেতা ও পাথর ব্যবসায়ী আব্দুল আলীকে কুপিয়ে এবং গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী হালিমা বেগম বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে সিআইডি। ওই মামলার চার্জশিটভুক্ত আসামি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান বাছির আহমদের পুত্র শামীম আহমদ ওরফে পাথর শামীম।

No comments

Powered by Blogger.