ফাজিলের ফল প্রকাশ, মেয়েরা এগিয়ে

ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধিনে ফাজিল পরীক্ষা ২০১৫-এর ফলাফল প্রকাশ হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টায় ভিসি প্রফেসর ড. হারুন উর রশিদ আসকারীর হাতে আনুষ্ঠানিকভাব ফলাফল হস্তান্তর করা হয়। ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (iu.ac.bd) থেকে পাওয়া যাবে। প্রকাশিত ফলাফলে দেখা যায় পাশের হারে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে। মেয়েদের সাফল্যকে ড. আসকারী বিশ্বব্যাপী নারীদের অগ্রযাত্রার অংশ হিসেবে উল্লেখ করেন। ফাজিল প্রথম বর্ষের পাশের হার ৯৫.৮৭ শতাংশ, দ্বিতীয় বর্ষে ৯০ শতাংশ এবং তৃতীয় বর্ষে ৯৭.২৩ শতাংশ। তিন বর্ষেই ছেলেদের চেয়ে মেয়েদের পাশের হার বেশি। তিন বর্ষে ১ লাখ ৩৪ হাজার ৬৮১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।
এদের মধ্যে ১ লাখ ২৭ হাজার ৪৭১জন পরীক্ষার্থী কৃতিত্বের সাথে উত্তির্ণ হয়েছে। এছাড়া আগামী ২৪ এপ্রিল থেকে কামিল (অনিয়মিত) প্রথম এবং দ্বিতীয় পর্ব পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে যথা সময়ে পাওয়া যাবে। প্রকাশিত ফলাফলে কোনো অসঙ্গতি থাকলে বা প্রকাশিত ফলাফলের বিষয়ে কারো অভিযোগ থাকলে ফলাফল প্রকাশেল দিন থেকে আগামী এক মাসের মধ্যে ইবি পরীক্ষা নিয়ন্ত্রক দফতরে অভিযোগ করতে বলা হয়েছে। ফলাফল হস্তান্তর করার সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক এ কে আজাদ লাভলু, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আরিফ মোল্লাসহ মাদ্রাসা সেলের কর্মকর্তাবৃন্দ।

No comments

Powered by Blogger.