সিরিয়ায় বাসের বহরে হামলায় নিহতের সংখ্যা ১০০ ছাড়াল

সিরিয়ায় বাসের বহরে বোমা বিস্ফোরণে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। উত্তর সিরিয়ায় একটি ত্রাণবাহী বাসের বহর থেকে আত্মঘাতী বোমা বিস্ফোরণ হয় বলে দাবি আসাদ সরকারের। ঘটনাটি ঘটে সিরিয়া সরকারের শক্তঘাঁটি পশ্চিম আলেপ্পো শহরের বাইরে। শনিবার সকালে বিদ্রোহী অধ্যুষিত ইউলিবের ফোয়া ও কেফ্রায়া থেকে বাস্তুচ্যুতদের বাসে করে আলেপ্পোয় আনা হচ্ছিল। রাজধানীতে ঢোকার আগে রাশিদিনে বহরটি দাঁড়াতেই আচমকা আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটে। ঘটনায় বেশ কয়েকটি বাস পুরোপুরি মাটিতে মিশে যায়।
আুনে ঝলসে যায় বিস্ফোরণের পর গোটা এলাকা মৃত্যুপুরীতে পরিণত হয়। ঘটনাস্থলে থেকে এখনও পর্যন্ত ১০০-এরও বেশি লাশ উদ্ধার করা গিয়েছে। ধ্বংসস্তূপের তলায় আরও লাশ আটকে পড়ার আশঙ্কা করেন উদ্ধারকারী দল ও পুলিশ-প্রশাসন। সরকারি হিসেবে এই ঘটনায় মোট ৫৫ জনের মৃত্যু হয়েছে। তবে এখনও পর্যন্ত এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি কোনো উগ্রবাদী সংগঠন।

No comments

Powered by Blogger.