বেপরোয়া গতি, ফের দুর্ঘটনার কবলে ইবির বাস, আহত ২৫



ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভাড়ায়চালিত বাসের সাথে গড়াই পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়েছে। এতে দুই শিক্ষার্থীসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে বলে জানা যায়। আজ রবিবার সকাল ৮টায় ক্যাম্পাস থেকে কুষ্টিয়া ফেরার পথে কুষ্টিয়া-খুলনা মহাসড়কের বিত্তিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গাড়ির বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। গত মাসেও বিত্তিপাড়া এলাকায় বিশ্ববিদ্যালয়ের একটি ভাড়ায়চালিত পরিবহনে দুর্ঘটনার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের ভাড়ায়চালিত বাস (পদ্মা-গড়াই, ঢাকা মেট্রো ব: ০২০৩৪২) ক্যাম্পাস থেকে কুষ্টিয়া যাচ্ছিল।
কুষ্টিয়া-খুলনা মহাসড়কে বিত্তিপাড়া বাজারের পাশে বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এতে বিপরীত দিক থেকে আসা গড়াই পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ ২৫ জন আহত হয়। আহতদের কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। চাকলসহ বেশ কয়েকজন যাত্রির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা বলছে, দুইটি গাড়িই বেপরোয়া গতিতে চলছিল। এদিকে সকালে হালকা বৃষ্টি হওয়ায় রাস্তাও ভেজা ছিল। গাড়ির বেপরোয়া গতিকেই দায়ী করছেন তারা।

No comments

Powered by Blogger.