নিখোঁজের ২ দিন পর মেঘনা থেকে একজনের গলাকাটা লাশ উদ্ধার

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনার পর থেকে নিখোঁজ থাকার পর গতকাল শনিবার রাতে হাতিয়ার মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় বাহার উদ্দিন সর্দার নামে একজনের গলাকাটা লাশ উদ্ধার করে তার স্বজনেরা। তার বাড়ি চরকিং ইউনিয়নের দক্ষিণ শুল্যকিয়া গ্রামে। হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবদুল মজিদ জানান, বৃহস্পতিবার দুপুর থেকে বাহার উদ্দিন সর্দারের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে তার পরিবারের লোকজন মৌখিকভাবে জানায়। শনিবার বাহার উদ্দিনের স্বজনেরা গোয়াল্যার চর এলাকায় মেঘনা নদীতে ভাসমান অবস্থায় তার লাশের খবর পায়।
পরে লাশ উদ্ধার করে তমরদ্দি নৌ ঘাটে নিয়ে আসে। লাশের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধারের খবর পেয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ ও র‌্যাবের উর্ধ্বতন কর্মকর্তারা ছুটে আসেন। কিভাবে বাহার উদ্দিনের মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। ময়না তদন্তের জন্য লাশ নোয়াখালী জেনারেল হাসপাতল মর্গে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে হাতিয়ার চরকিং ইউনিয়নের ব্রিজবাজার ও ভৈরব বাজার এলাকায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে নুর আলম নামে একজনের মৃত্যু হয়। তাদেরকে আওয়ামী লীগের দু’পক্ষই নিজ দলীয় কর্মী বলে দাবী করেছেন। গেল দু’সপ্তাহে হাতিয়ায় রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুন হয়েছে ৩ জন।

No comments

Powered by Blogger.