কাশ্মীরি যুবককে ভারতীয় সেনাদের এ কেমন সাজা

জিপের সামনে বাম্পারে টায়ার বসিয়ে তার ওপর রশি দিয়ে এক তরুণকে বেঁধে নিয়ে যাচ্ছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। কাশ্মীরি যুবককে এভাবে মানবঢাল বানানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে ভারতজুড়ে তুমুল প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কাশ্মীরের বুদগাম জেলায় নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় বেশ কয়েকজন নিহতও হয়েছে। জেলার বিরওয়া নামক এলাকায় ভোট হয়ে গেছে রোববার, কিছু এলাকায় ভোট পুনর্গণনা হয়েছে বৃহস্পতিবার। তবে এ ভোটকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা হয়েছে। কাশ্মীরি জনগণের পক্ষ থেকে ব্যাপক প্রতিবাদ হয়েছে। কাশ্মীরে ভোট পড়েছে মাত্র ৭ ভাগ। নিরাপত্তা বাহিনীর গাড়ি দেখলেই ইট পাথর নিক্ষেপ করছিল বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের হাত থেকে বাঁচতে ওই ব্যক্তিকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে নিরাপত্তা বাহিনী। এই ভিডিও ফাঁস হওয়ার পর ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে তারা ভিডিওর বিষয়বস্তু পরীক্ষা করে দেখছে। এনডিটিভি জানায়, যুবকের নাম ফারুক দার। বাদগামের সিতাহরন গ্রামের বাসিন্দা তিনি। ফারুক জানিয়েছেন, তিনি পাথর নিক্ষেপকারী নন। জীবনে কখনও এমন কাজ করেননি। শাল ও কার্পেটে অ্যামব্রডায়ারির কাজ করেন তিনি। কাশ্মীর উপত্যকায় সামরিক কনভয়ের একটি গাড়িতে ওই তরুণকে বেঁধে নেয়ার সময় একজন সৈন্যকে বলতে শোনা গেছে ‘যে পাথর মারবে তার একই পরিণতি হবে’।
৫৩ রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানরাই এ ঘটনায় জড়িত। ভিডিওতে দেখা যাচ্ছে গাড়ির লাইসেন্স নাম্বার ৩৩৯ লেখা রয়েছে। ভিডিও পোস্ট করেছে জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের মুখপাত্র জুনায়েদ আজিম মাত্তু। পোস্ট দিয়েছেন টুইটারেও। তবে কোথায় কিভাবে ভিডিওটি ধারণ করা হয়েছে তা জানা যায়নি। তা সত্ত্বেও আর্মির একটি জিপের সামনে এভাবে একজন তরুণকে মানব ঢাল হিসেবে ব্যবহারের ১১ সেকেন্ডের ওই ভিডিও আলোড়ন তুলেছে সর্বত্রই। কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি পুলিশকে বিষয়টির তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্তকারীদের ফারুক জানিয়েছেন, তিনি ভোট দিতে বেরিয়েছিলেন। তার পরে বোনের বাড়ি যাচ্ছিলেন। পথে জওয়ানেরা তাকে পাকড়াও করে। ফারুকের দাবি, তাকে জিপে বেঁধে প্রায় ১০-১২টি গ্রামে ঘোরানো হয়েছে। আবার সেনা সূত্রের দাবি, ১০০ মিটার পরেই ফারুককে ছেড়ে দেয়া হয়। দূরত্ব যাই হোক না কেন, এমন অমানবিক কাজ সেনাবাহিনী কী করে করল, সেই প্রশ্নেই ফের ক্রুদ্ধ কাশ্মীর। কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ টুইটারে লিখেছেন, ‘পাথর থেকে বাঁচতে বাহিনী একটি মানুষকে ঢাল বানাল কী করে? আমি হতবাক!’

No comments

Powered by Blogger.