উ. কোরিয়ার হুমকিতে জাপানের রণপ্রস্তুতি

উত্তর কোরিয়ার সম্ভাব্য ষষ্ঠ পরমাণু বোমা পরীক্ষার প্রস্তুতিকে ঘিরে টান টান উত্তেজনার মধ্যে দেশটিকে মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জাপান। শনিবার সকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র রাষ্ট্র জাপান, দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমন্বিতভাবে উত্তর কোরিয়ার আগ্রাসন মোকাবেলায় সব ধরনের সহায়তা অব্যাহত রেখেছে বলে জানান তিনি। কিশিদা বলেন, যুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় জাপানি সৈন্যরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। খবর জাপান টাইমসের। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘উত্তর কোরিয়া তাদের সীমা অতিক্রম করেছে। তারা তাদের প্রতিষ্ঠাতা নেতা কিম ইল সাংয়ের ১০৫তম জন্মবার্ষিকী পালন করছে। দেশটি পরমাণু অস্ত্র বহনে সক্ষম নতুন ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তজেনা তৈরি করতে পারে বলে আশঙ্কা করছি আমরা, তবে এবার আমরা ছাড় দেব না।’ উত্তর কোরিয়ার সম্ভাব্য অস্ত্র পরীক্ষা ও তা ঠেকাতে কোরীয় উপদ্বীপমুখে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর একটি স্ট্রাইক গ্রুপ রওনা হওয়ার খবরে জাপানিদের মধ্যে উত্তেজনা চলছে।
ওদিকে দক্ষিণ কোরিয়ায় প্রায় ৬০ হাজার জাপানি বসবাস করে। এদের নিরাপত্তা নিয়েও শংকিত জাপান। এর পরিপ্রেক্ষিতে কিশিদা বলেন, দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত জাপানিদের নিরাপত্তার জন্য আমরা সব ধরনের পদক্ষেপ নিচ্ছি। জরুরি অবস্থার মধ্যে কীভাবে তাদের ফিরিয়ে আনা যায় তার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শুক্রবার প্রধানমন্ত্রী শিনজো আবের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানান তিনি। বৈঠকের পর শুক্রবার সন্ধ্যায় জাপানের মন্ত্রী পরিষদ সচিব ইয়াশিদা সুগা এক সংবাদ সম্মেলনে জানান, শেষ পর্যন্ত যদি যুদ্ধ লেগেই যায় সেক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার সম্মতি নিয়ে জাপান দেশটিতে সৈন্য, রণতরী ও অন্যান্য সরঞ্জাম পাঠাবে।

No comments

Powered by Blogger.