স্বচালিত গাড়ি পরীক্ষার অনুমোদন পেল অ্যাপল

যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যস্ত শহর ক্যালিফোর্নিয়ায় স্বচালিত গাড়ি পরীক্ষার অনুমতি পেয়েছে টেক জায়ান্ট অ্যাপল। অবশ্য এ পরীক্ষামূলক চলাচলের জন্য তিনটি গাড়ি এবং তার সঙ্গে ছয়জন ড্রাইভারকে অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার দেশটির ‘মোটরগাড়ি বিভাগ’ কর্তৃপক্ষ এ অনুমতি দিয়েছে। অনুমতিতে বলা হয়েছে, তিনটি গাড়িই ২০১৫ মডেলের লেক্সাস আরএক্স৪৫০এইচ মডেলের। সম্প্রতি অ্যাপল স্বচালিত গাড়ি তৈরি এবং সেটি নিয়ে উন্নত গবেষণার জন্য বেশ কয়েকজন বিশেষজ্ঞ নিয়োগ দিয়েছে। যারা ইলেক্ট্রিক গাড়ি এবং তার সর্বশেষ প্রযুক্তি নিয়ে কাজ করছেন। অবশ্য অ্যাপল পূর্ণাঙ্গ কোনো গাড়ি তৈরি করছে না।
বরং গাড়িতে বিভিন্ন সফটওয়্যার এবং অন্যান্য হার্ডওয়্যারে কিভাবে প্রযুক্তির সংযোগ ঘটিয়ে তাকে আরও উন্নত করা যায় সেই কাজ করছে বলে জানিয়েছেন বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ডের সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং কনসালটেন্সি ফার্ম থিওডর অ্যান্ড অ্যাসোসিয়েটসের প্রেসিডেন্ট ক্রিস থিওডর। তবে অ্যাপলের পক্ষ থেকে কেউ সরাসরি কোনো মন্তব্য করতে চাননি। অনেক প্রতিষ্ঠানই স্বচালিত গাড়ি নিয়ে কাজ করছে। গুগল, ফোর্ড মরটস, ভক্সওয়াগন, টেসলা মোটরস, জেনারেল মটরসের মতো প্রতিষ্ঠান স্বচালিত গাড়ি নিয়ে ইতিমধ্যে জোরেশোরে কাজ চালিয়ে যাচ্ছে। তবে অনেকেই বলছেন, অ্যাপল ২০২০ সালে রাস্তায় বড় পরিসরে স্বচালিত গাড়ি নিয়ে হাজির হবে।

No comments

Powered by Blogger.