সফটওয়্যার ছাড়া ফেসবুকের ভিডিও নামানো by মো. আমিনুর রহমান

ইদানীং ফেসবুকে অনেক ভিডিও দেন ব্যবহারকারীরা। কম্পিউটারে ফ্ল্যাশ প্লে­য়ার ইনস্টল করা থাকলে বা গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করলে সেগুলো সরাসরি ফেসবুকেই দেখা যায়। কিন্তু যাঁদের কম্পিউটারে ইন্টারনেটের গতি কম তাঁরা সহজে ভিডিও দেখতে পারেন না। আবার অনেকে অনেক ভিডিও নামিয়ে রাখতে চান। কিন্তু ফেসবুকের ভিডিও নামানোর সরাসরি কোনো লিংক না থাকায় কাজটা করতে সমস্যা হয়। কোনো সফটওয়্যার ছাড়াই ফেসবুকের ভিডিও নামাতে চাইলে প্রথমে ফেসবুকের ভিডিওটি চালান। তারপর এর ওপরে ব্রাউজারের ঠিকানার অংশে www-এর পরিবর্তে m লিখে এন্টার করুন। তারপর আবার ভিডিওটি চালিয়ে ভিডিওটির ওপর মাউস রেখে ডান ক্লিক করে Save video as-এ ক্লিক করে ভিডিওটি আপনার কম্পিউটারে সংরক্ষণ করতে পারেন। ভিডিওটি *.mp4 ফরম্যাটে সংরক্ষিত হবে।

No comments

Powered by Blogger.