কিডনি সমস্যা মেটাতে আজ অস্ত্রোপচার মেসির

অনেকদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন। যার ফলে ডিসেম্বরে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালেও খেলতে পারেননি তিনি। তবে তেমন বড় কোনও বিষয় নয়। আজ মঙ্গলবার সেই সমস্যা মেটাতেই ছোট অস্ত্রোপচার হবে মেসির কিডনিতে। দু’দিনের মধ্যেই অনুশীলনে যোগ দিতে পারবেন তিনি। এদিনই চিকিৎসা শেষে বাড়িও ফিরে যাবেন মেসি। বৃহস্পতিবার অনুশীলনেও যোগ দেবেন। সোমবার অনুশীলনে যোগ দেননি মেসি। সোমবার নানা রকম পরীক্ষা হয়েছে তার। তার পরই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয় ডাক্তাররা। এই চিকিৎসার মাধ্যমে মেসির কিডনিতে যে স্টোন পাওয়া গিয়েছে সেটাকে গলিয়ে দেওয়া হবে। তবে ক্লাবের ওয়েব সাইটে জানানো হয়েছে এই দু’দিন ধরে বিভিন্ন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে মেসিকে। বুধবারই ক্লাব অনুশীলনে যোগ দিতে পারেন তিনি। তবে এই অস্ত্রোপচারের জন্য কোপা ডেল রে-র সেমিফাইনালের দ্বিতীয় লেগে হয়ত খেলা হচ্ছে না মেসির। যদিও ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে প্রথম লেগে ৭-০ গোলে জিতে এগিয়ে রয়েছে বার্সেলোনা। এমন অবস্থায় মেসি না থাকলেও ফাইনালের কথা মাথায় রেখে দলের গুরুত্বপূর্ণ ফুটবলারদের বিশ্রাম দিতে পারেন কোচ লুই এনরিকে।

No comments

Powered by Blogger.