ই-ক্যাব ইয়্যুথ ফোরামের যাত্রা শুরু

তরুণ প্রজন্মকে ই-কমার্সে আগ্রহী করে তুলতে ৫ ফেব্রুয়ারি রাজধানীর ফ্রেপড মিলনায়তনে ই-ক্যাব ইয়্যুথ ফোরামের যাত্রা শুরু হলো। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি শামীম আহসান বলেন, ‘ক্রেতাদের আস্থা অর্জন করতে পারলে আগামী ১০ বছরেই দেশের অর্থনীতির সবচেয়ে বড় খাত হবে ই-কমার্স। সেখানে প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করবে তরুণেরা।’ খবর বিজ্ঞপ্তি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট সাখাওয়াত হোসেন এবং ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতি রাজীব আহমেদ ও সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ।
ই-ক্যাব ইয়্যুথ ফোরামে যোগ দিতে পারবেন যেকোনো তরুণ। এখানে ই-কমার্স উদ্যোক্তা তৈরি, প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তির নানা বিষয় নিয়ে কাজ করা হবে। চলতি বছরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ৩০টি সেমিনার আয়োজনের পরিকল্পনা আছে তাদের।

No comments

Powered by Blogger.