জিকা আক্রান্তদের চিকিৎসার দায়িত্ব সরকারের

 জিকা ভাইরাসে কেউ আক্রান্ত হলে তার চিকিৎসার দায়িত্ব নেবে সরকার। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, কোন রোগী চিহ্নিত হলে সমস্ত চিকিৎসা ব্যয় আমরাই দেব। ডাক্তারের কাছে নিয়ে যাবো, ফলোআপ করব। বাংলাদেশে জিকা ভাইরাস নিয়ে আতঙ্কিত বা চিন্তিত হওয়ার কিছু নেই বলেও তিনি জানান। ‘জিকা ভাইরাস: বাংলাদেশ প্রেক্ষাপট’ শিরোনামে মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, জিকা ভাইরাস প্রতিরোধে সরকার সবরকম ব্যবস্থাই নিয়েছে।  এই ভাইরাস কোনভাবেই সংক্রমিত হতে পারবে না, আপনারা আশ্বস্ত থাকুন। বিশ্বের বেশ কয়েকটি দেশে জিকা ভাইরাস ছড়িয়ে পড়েছে। বাহক এডিস মশার মাধ্যমে রোগটির বিস্তার হয়। এই রোগটি প্রতিরোধে ইতোমধ্যে জরুরী অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গবেষকরা বলছেন, গর্ভবতী মা এই রোগে আক্রান্ত হলে তার অনাগত শিশুর মাথা স্বাভাবিকের চেয়ে ছোট হতে পারে, মস্তিষ্কের গঠনও অপূর্ণ হতে পারে।

No comments

Powered by Blogger.