রাষ্ট্রীয় সম্মানে সুশীল কৈরালার শেষকৃত্য সম্পন্ন

পূর্ণ রাষ্ট্রীয় সম্মানে নেপালের সাবেক প্রধানমন্ত্রী সুশীল কৈরালার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। বুধবার পশুপতি আর্যঘাটে হিন্দু রীতি অনুযায়ী তার শব-দাহ করা হয়। হিমালয়ান টাইমসের খবরে বলা হয়, শেষকৃত্য অনুষ্ঠানে চিতায় আগুন দেন তার দুই ভাতিজা অতুল কৈরালা ও সুধামশু কৈরালা। এ সময় নেপাল পুলিশের একটি দল প্রয়াত প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। একইসঙ্গে নেপাল সেনাবাহিনীর একটি দল ১৩ টি তোপধ্বনি দিয়ে সামরিক সালাম প্রদান করে। আর্যঘাটে শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়ার আগে চুড়ান্ত শ্রদ্ধাজ্ঞাপনের জন্য দশরথ স্টেডিয়ামে মরদেহ রাখা হয়। পরে আর্যঘাটে হাজারো মানুষ সুশীল কৈরালার প্রতি সম্মান জানাতে উপস্থিত হন। শেষকৃত্যের সময় বিভিন্ন দলের শীর্ষস্থানীয় রাজনীতিকরা উপস্থিত ছিলেন। নেপাল সরকার সুশীল কৈরালার মৃত্যুতে গতকাল রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করে। সুশীল কৈরালা ৯ই ফেব্রুয়ারি শেষ নিশ্বাস ত্যাগ করেন। কাঠমান্ডুতে ভাতিজার বাসায় মারা যান তিনি। তার একজন চিকিৎসক জানিয়েছেন, ৭৬ বছর বয়সী সুশীল কৈরালা শ্বাসপ্রশ্বাসজনিত অসুস্থতায় ভুগছিলেন।

No comments

Powered by Blogger.