আইএসের সঙ্গে মিত্রতা আছে ৩৪টি গ্রুপের

কট্টরপন্থি গ্রুপ ইসলামিক স্টেটের সঙ্গে মিত্রতা রয়েছে বিশ্বের ৩৪টি গ্রুপের। মধ্য ডিসেম্বর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এসব গ্রুপ ইসলামিক স্টেট (আইএস) এর প্রতি তাদের মিত্রতা থাকার কথা বলেছে। এ সংখ্যা এ বছর শুধুই বাড়তে থাকবে। শুক্রবার এক রিপোর্টে এ কথা বলেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। তিনি বলেন, ফিলিপাইন, উজবেকিস্তান, পাকিস্তান, লিবিয়া ও নাইজেরিয়ার মতো দেশগুলো থেকে আইএস সংশ্লিষ্ট গ্রুপগুলো হামলা বাড়াতে পারে। এ জন্য জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে প্রস্তুত থাকবে হবে। তিনি বলেন, পশ্চিম ও উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্য, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় আইসিল তাদের কর্মকা- বিস্তৃত করেছে। এতে গত ১৮ মাসে তাদের হুমকির ব্যাপকতা প্রকাশ পেয়েছে। বান কি মুন বলেন, বিশ্বে সবচেয়ে সম্পদশালী সন্ত্রাসী সংগঠন হলো আইএস। ২০১৫ সালে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তেল ও তেলজাত পণ্য থেকে এই গ্রুপটি সংগ্রহ করেছে ৪০ কোটি থেকে ৫০ কোটি ডলার। ইরাকে জাতিসংঘ মিশনের মতে, আইএসের নিয়ন্ত্রণে যেসব প্রদেশে বিভিন্ন ব্যাংক আছে তা থেকে তারা অর্থ উত্তোলন করেছে ১০০ কোটি ডলার। আইএস নিয়ন্ত্রিত এলাকায় ট্রাক প্রবেশের ক্ষেত্রে যে চাঁদা আদায় করা হয়েছে তা বছরে প্রায় ১০০ কোটি ডলার। কট্টরপন্থি জঙ্গি এই সংগঠনটি দু’বছর আগে সিরিয়া ও ইরাকের বিপুল পরিমাণ সম্পদ নিজেদের আয়ত্তে নিয়েছে। এ সংগঠনটি এ দুটি দেশেই তাদের উপস্থিতি ও বিস্তার বাড়াচ্ছে।

No comments

Powered by Blogger.