২০৩০ সালে ৫০০ কোটি ফেসবুক ব্যবহারকারী: জাকারবার্গ

মার্ক জাকারবার্গ
ফেসবুকের ভবিষ্যৎ কী? আগামী বছরগুলোতে কত মানুষকে টেনে আনবে ফেসবুক? জাকারবার্গের মতে, প্রচুর। ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ মনে করেন, ২০৩০ সালনাগাদ ৫০০ কোটি মানুষ ফেসবুক ব্যবহার করবে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে ফেসবুকের কার্যালয়ে এক অনুষ্ঠানে জাকারবার্গ বলেন, বর্তমানে ১৫০ কোটির বেশি মানুষ ফেসবুক ব্যবহার করছে। আমরা প্রত্যেককে এই সুবিধার আওতায় আনতে চাই। বিশ্বজুড়ে সরকারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে মানুষকে ফেসবুকের আওতায় আনতে কাজ করছি।
মজার বিষয় হচ্ছে, ফেসবুকের বর্তমান পরিকল্পনায় বিশ্বের ৭০০ কোটির মধ্যে ৫০০ কোটি মানুষকে ফেসবুকে আনার পরিকল্পনা রয়েছে। জাকারবার্গ মনে করেন, আগামী ১৪ বছরে পৃথিবীর জনসংখ্যা ৭০০ কোটি থাকবে। তবে অধিকাংশ বিশেষজ্ঞ মনে করেন, ২০৩০ সালনাগাদ বিশ্বের জনসংখ্যা দাঁড়াবে ৮৫০ কোটিতে।
বিশ্লেষকেরা বলছেন, জাকারবার্গের পরিকল্পনার ঘাটতি আছে। বর্তমানে ফেসবুক ব্যবহারকারী যে হারে বাড়ছে, তা যদি চলতে থাকে; তবে আগামী ১৪ বছরে বড়জোর ৩০০ কোটি মানুষকে ফেসবুকের আওতায় আনা সম্ভব। তবে এক সময় ফেসবুক ব্যবহারকারী বাড়ার হার থেমে যাবে। এ বিষয়টি ফেসবুক বুঝতে পেরেছে বলেই বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতে, বিশেষ করে ইন্টারনেট সুবিধাবঞ্চিত অঞ্চলে ইন্টারনেট ছড়িয়ে দিতে ‘ফ্রি বেসিকস’-এর মতো প্রকল্প বাস্তবায়ন করছে।
‘ফ্রি বেসিকস’ উদ্যোগটি নিয়ে ফেসবুক যতই প্রচার চালাক না কেন, এটি সমালোচনার মুখে পড়েছে। মানুষের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে কাজ করে এমন সংগঠনের কর্মীরা ফেসবুকের এ উদ্যোগের বিরোধিতা করছেন। অনেকে মনে করছেন ফেসবুকের এই উদ্যোগ ইন্টারনেটের সমতা ভঙ্গ। এ কারণে ফেসবুকের অনেক সহযোগী উদ্যোগটি থেকে সরে যাচ্ছে। ফ্রি বেসিকস নিয়ে ফেসবুক সামনে কীভাবে এগোয়, সেটিই এখন দেখার বিষয়। তথ্যসূত্র: দ্য ভার্জ, ফরচুন, ইউএসএটুডে

No comments

Powered by Blogger.