রাজপুত্রের জন্মে ভুটানে আনন্দের বন্যা

ভুটানের রাজদম্পতি শনিবার তাদের প্রথম সন্তান জন্ম দেয়ার ঘোষণা করেছে। তারা ছেলে সন্তানের বাবা-মা হয়েছেন। এতে হিমালয় অঞ্চলের এ দেশটিতে খুশির বন্যা বয়ে যাচ্ছে। দেশটিতে রাজতন্ত্রকে শ্রদ্ধার চোখে দেখা হয়।
রাজ পরিবারের গণমাধ্যম কার্যালয় জানায়, ভুটানের রাজধানী থিম্পুতে লিংকানা প্যালেসে ৫ ফেব্রুয়ারি রাজপুত্র নিরাপদে জন্মগ্রহণ করে। সে রাজা জিগমে খেসার নামগিল ওয়াংচুক ও রাণী জেটসান পেমার সন্তান।
এক বিবৃতিতে বলা হয়েছে, রাজপুত্রের জন্মলাভে রাজ পরিবার আনন্দে ভাসছে।
এতে আরো বলা হয়েছে, কূল দেবতা ও রক্ষাকর্তা ধর্মার আশীর্বাদে এবং ভুটানবাসীর প্রার্থনায় মহারাণী ও নবজাতক রাজপুত্র উভয়ে সুস্থ রয়েছেন।
তবে রাজপুত্রের নাম এখনো ঘোষণা করা হয়নি।

No comments

Powered by Blogger.