সিরিয়ার শরণার্থীদের জন্য সীমান্ত খুলে দিতে তুরস্ককে অনুরোধ ইইউ’র

সীমান্তে আটকে পড়া সিরিয়ার হাজার হাজার শরণার্থীকে আশ্রয়ের জন্য সীমান্ত খুলে দেয়ার জন্য তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সিরিয়ার আলেপ্পোতে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে তীব্র লড়াইয়ের ফলে ৩৫ হাজারেরও বেশি মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য ছুটে গিয়েছে তুরস্ক সীমান্তের কাছে কিলিস এলাকায়। সেখানে গিয়ে তারা আটকা পড়েছে। কারণ, তুরস্ক তাদের জন্য সীমান্ত খুলে দেয় নি। এরই প্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান ফেডেরিকা মঘেরিনি বলেন, আইনগত না হলেও এসব মানুষকে রক্ষা করা একটি নৈতিক দায়িত্ব। জবাবে তুরস্ক বলেছে, সিরিয়ার ভিতরেই খাদ্য ও আশ্রয় পাচ্ছে ওই শরণার্থীরা। তাদের জন্য তুরস্কের সীমান্ত খুলে দেয়ার কোন প্রয়োজন নেই। নভেম্বরে তুরস্কের সঙ্গে একটি চুক্তিতে আসে ইউরোপীয় ইউনিয়ন। তাতে বলা হয়, তুরস্কের মাটিতে সিরিয়ার শরণার্থীদের দেখাশোনার জন্য তাদেরকে ৩০০ কোটি ইউরো দেয়া হবে।

No comments

Powered by Blogger.