লন্ডনে কৃতিত্বের স্বাক্ষর অর্থমন্ত্রীর ভাতিজা রাইম সেলিমের

লন্ডনের বাসিন্দা বাংলাদেশী সৈয়দ রাইম সেলিম এ বছর লন্ডনের ইষ্ট লন্ডন ইউনিভার্সিটি থেকে আর্কিট্যাক্টে মেধা তালিকায় ফার্ষ্ট ক্লাস সেকেন্ড হয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। বর্তমানে রাইম নিজ বিশ্ববিদ্যালয়ে প্রফেসরের তত্ত্বাবধানে অবৈতনিক শিক্ষক হিসেবে কমর্রত আছেন। এক প্রতিক্রিয়ায় রাইম সেলিম মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে তার এই সাফল্যের জন্য মা বাবা শিক্ষক শিক্ষিকার অবদান ও নিজের কঠোর অধ্যবসায়ের কথা কথা জানান। রাইমের পিতা সৈয়দ শাহ সেলিম আহমেদ যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক আর মাতা সাজমুন নাহার সেলিম গৃহিনী। রাইমের ছোট ভাই রাইয়ান এ-লেভেল করছে, আগামী সেপ্টেম্বরে সে ইউনিভার্সিটিতে যাবে। একমাত্র ছোট বোন রাইসা স্কুলে পড়ছে। বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত রাইমের পিতা সাংবাদিক সৈয়দ শাহ সেলিমের খালাতো ভাই।
রাইমের আদি নিবাস সিলেটের সুবিদ বাজার। বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী মরহুম সৈয়দ জাহাদার মিয়া রাইমের দাদা আর বৃহত্তর সিলেটের বিখ্যাত জমিদার মরহুম মিয়া সৈয়দ আজমল আলী চৌধুরীর ছেলে আবুল বশর চৌধুরীর ছোট কন্যা ও মরমী কবি সৈয়দ আশহর আলী চৌধুরী প্রপৌত্রী মরহুমা সৈয়দা জুমেয়া খাতুন রাইমের দাদী। রাইমের নানা সমাজসেবী আলহাজ্জ্ব মোহাম্মদ আব্দুল  মোসাব্বির বর্তমানে সিলেটের টুলটিকর ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

No comments

Powered by Blogger.