বাবরি মসজিদ ধ্বংস: আদভানির বিরুদ্ধে মামলা করবে হিন্দু মহাসভা

অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙার ২৩ বছর পর এ নিয়ে বিজেপির সিনিয়র নেতা এল কে আদভানির বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে অখিল ভারতীয় হিন্দু মহাসভা ১৯৯২ সালের ডিসেম্বরে বাবরি মসজিদ ধ্বংসের সময় অযোধ্যায় অবস্থান করছিলেন বিজেপির নেতা মুরলি মনোহর যোশী ও উমা ভারতী। তাদের বিরুদ্ধেও মামলা করার কথা বলেছে হিন্দু মহাসভা। তারা বলেছে, বাবরি মসজিদ ধ্বংসের সময় সেখানকার অবকাঠামোর ভিতর রামের একটি মূর্তি ছিল গম্বুজের নিচে। মসজিদ ধ্বংসের সময় তাও ভেঙে ফেলা হয়েছে। রামের মূর্তি ধ্বংসকে রাম মন্দির ধ্বংস বলে অভিহিত করছে হিন্দু মহাসভা। অখিল ভারতীয় হিন্দু মহাসভার ন্যাশনাল প্রেসিডেন্ট স্বামী চক্রপানি বলেছেন, ওই গম্বুজটি ছিল প্রভু রামের আশীর্বাদ। এটা সবাই মানেন। তা সত্ত্বেও বিজেপির নেতারা ওই অবকাঠামো ভেঙে ফেলায় ইন্ধন দেন। বাবরি মসজিদের একাংশে মুসলিমরা নামাজ আদায় করতেন। এ অংশ গম্বুজের আওতায় ছিল না। তা সত্ত্বেও পুরো অবকাঠামো ভেঙে ফেলা হয়। এর অর্থ হলো তারা একই সঙ্গে মসজিদ ও মন্দির দু’টিই ভেঙে ফেলেছে। এ জন্য তাদেরকে শাস্তি পেতে হবে। তারা হিন্দুদের স্বার্থ রক্ষার কথা বলেছিলেন। কিন্তু তারা মন্দিরকে মাটির সঙ্গে মিশিয়ে ফেলেছেন। হিন্দু মহাসভার এই নেতা আরও বলেন, মুসলিম ভাইদের সহায়তা ছাড়া বিতর্কিত ওই স্থানে মন্দির নির্মাণ করা সম্ভব নয়। তাই মুসলিমদেরকে একটি মসজিদ নির্মাণের জন্য আলাদা জমি দেয়া উচিত সরকারের।

No comments

Powered by Blogger.