ব্রাজিলে উৎসব, রাজপথে স্বল্প বসনে যুবতী

জিকা ভাইরাস সতর্কতা থাকলেও উৎসবের দেশ ব্রাজিল এখন বর্ণিল। শুরু হয়েছে ৫ দিনের উৎসব। সাম্বার দেশ ব্রাজিলে তাই স্বল্প বসনে, অন্তর্বাস পরে, নানা সাজে রাজপথে নেমে এসেছেন তরুণী, যুবতীরা। এতে রাতের ব্রাজিল অন্য এক রূপ ধারণ করেছে। রাজা মোমোর প্রতি বাৎসরিক অনুষ্ঠানের অংশ হিসেবে এত বড় উৎসব আয়োজন করা হয়। এ উৎসব ভোগ করতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সেখানে জমায়েত হয়েছে বিপুল সংখ্যক মানুষ। এর সূচনা করেন মেয়র এডুয়ার্ডো পায়েস। তিনি এ উপলক্ষে একটি স্বর্ণের চাবি তুলে দেন এবং সমবেতদের উদ্দেশ্যে প্রতিশ্রুতি দেন এবারের গ্লামারাস এই শো হবে ব্যতিক্রমী। নির্বাচিত ‘ড্যান্সিং কিং’ শুক্রবার ঘোষণা দিয়ে বলেন, খুব খুশির সঙ্গে জানাচ্ছি পৃথিবীর বুকে সবচেয়ে সেরা উৎসবের উদ্বোধন ঘোষণা করছি। আমাদের উৎসব হচ্ছে এক চমৎকার শহরে। উল্লেখ্য, এ উৎসবের সময় খুব ভোরের দিকে ব্রাজিলের রাজপথে দেখা যায় নগ্ন প্রায় নারীদের পদযাত্রা। এ সময় তারা নানা সাজে সজ্জিত থাকেন। সাও পাওলোতে যে প্যারেড হয় তাতে যোগ দেন কম করে হলেও ৫০ লাখ মানুষ। ব্রাজিলের সবচেয়ে বিখ্যাত ড্যান্সার কার্লিনহোস ডি জেসাসের প্রতি শ্রদ্ধা জানানোর মাধ্যমে শুরু হয় এ উৎসব। এমন মনোলোভা আয়োজন দেখতে হাজার হাজার মানুষের সমাবেশ ঘটেছে ওই শহরে। জিকা ভাইরাস আতঙ্ককে তারা পিছনে ফেলে ছুটেছেন।

No comments

Powered by Blogger.