ফিলিপিন্সে ফেরিডুবিতে ৩৮ আরোহীর মৃত্যু

ফিলিপিন্সে একটি যাত্রীবাহী ফেরিডুবিতে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দেশটির মধ্যাঞ্চলীয় লেইতে উপকূলীয় এলাকায় সাগরে এ দুর্ঘটনা ঘটে। কিম নির্ভানা নামের ফেরিটিতে ১৭৩ যাত্রী ও ১৬ ক্রুসহ মোট ১৮৯ আরোহী ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিবিসি জানায়, ফেরিটি অরমোক বন্দর থেকে কামোটেস দ্বীপপুঞ্জের সেবুর উদ্দেশে যাচ্ছিল। কিন্তু এক কিলোমিটার দূরে ওরমোক বন্দরের কাছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে প্রবল ঢেউয়ের কবলে পড়ে এমবিসিএ কিম-নার্ভানা ফেরিটি উল্টে যায়। বার্তা সংস্থা রয়টার্সকে পুলিশ ও কোস্টগার্ড জানিয়েছে, ফেরিটির ১১৮ জন আরোহী রক্ষা পেয়েছেন। তবে তারা কীভাবে রক্ষা পেয়েছেন,
সাঁতরে তীরে এসেছেন নাকি তাদের উদ্ধার করা হয়েছে তা পরিষ্কার হওয়া যায়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ রয়েছেন ১৯ জন। ডুবে যাওয়া ওই ফেরিটির ৫০ থেকে ৭০ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে বলে প্রাথমিকভাবে ফিলিপাইন রেডক্রসের চেয়ারম্যান রিচার্ড গর্ডন জানিয়েছেন। তীর থেকে উল্টে যাওয়া ফেরিটি দেখা যাচ্ছে বলেও জানিয়েছিলেন তিনি। বিবিসিকে তিনি বলেছেন, ‘৫০ থেকে ৭০ জন মানুষকে উদ্ধার করা হয়েছে, তাদের খাবার, পানি ও কম্বল দেয়া হয়েছে। তল্লাশি ও উদ্ধার অভিযানে সহায়তা করার জন্য ঘটনাস্থলে একটি অ্যাম্বুলেন্স ও ডুবুরি পাঠিয়েছি আমরা।’ ওরমোক বন্দর কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানিয়েছেন, উল্টে যাওয়া ফেরিটির ভেতরে তল্লাশি চালাচ্ছেন ডুবুরিরা।

No comments

Powered by Blogger.