ওবামাকে বিয়ে করতে চান মুগাবে!

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে বিয়ে করতে চেয়েছেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের আদালত সমকামী বিয়ের বৈধতা দেয়ায় ওবামার প্রতি এমন শ্লেষের তীর ছুড়েছেন তিনি। সমকামিতার কট্টরবিরোধী মুগাবে মার্কিন মুলুকের ‘কাণ্ডজ্ঞানে’ বিরক্ত হয়ে ব্যঙ্গ করে বলেছেন, ‘ওয়াশিংটনে গিয়ে এক হাঁটু গেড়ে ওবামার ‘পাণি প্রার্থনা’ করার ইচ্ছা রয়েছে।’ শনিবার দেশটির রাষ্ট্রীয় বেতারে দেয়া সাপ্তাহিক সাক্ষাৎকারে মুগাবে বিদ্রুপ করে বলেন, ‘প্রেসিডেন্ট ওবামা যখন সমকামী বিয়ের প্রতি সমর্থন দিয়েছেন,
সমকামীদের পক্ষ নিয়েছেন এবং অস্বস্তিকর পরিস্থিতি উপভোগ করছেন, তখনই আমি এ সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি বলেন, ‘আমি আমার স্ত্রীকে ডিভোর্স দিতে চাই এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বিয়ে করতে চাই।’ মার্কিন আদালতের রায়কে ‘উদ্ভট’ আখ্যা দিয়ে মুগাবে বলেন, ‘আমি বুঝতে পারি না, মানুষ কীভাবে খ্রিস্টের স্পষ্ট নির্দেশ অমান্য করার সাহস পায়, যেখানে প্রভু এটা (সমকাম) নিষিদ্ধ করেছেন।’ তিনি বলেন, ‘বিকৃতরুচির শয়তানের সমর্থকরা’ এখন যুক্তরাষ্ট্র শাসন করছেন। ২৬ জুন যুক্তরাষ্ট্রের সুপ্রিমকোর্টের এক রায়ে দেশটির ৫০টি অঙ্গরাজ্যে সমলিঙ্গ বিয়ে বৈধতা পায়। রায়ের পরপরই বিভিন্ন স্থানে সমকামীরা উচ্ছ্বাস প্রকাশ করেন, অনেকে বিয়েও করেন। রায়ের পর পরই ফেসবুকসহ সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে পক্ষে-বিপক্ষে বিতর্কের ঝড় ওঠে।

No comments

Powered by Blogger.