রোবটের হাতে মানুষ খুন

তবে কি শুরু হয়ে গেল রোবট বনাম মানুষের যুদ্ধ? জার্মানিতে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফক্সওয়াগনের একটি কারখানায় রোবটের হাতে নিহত হয়েছেন এক ব্যক্তি। গত সোমবার ফ্রাঙ্কফুটের উত্তরে বাউনাটাল কারখানায় ওই ব্যক্তি নিহত হন। নিহত ওই ব্যক্তি নিশ্চল কিছু রোবট প্রতিস্থাপনকারী দলের সদস্য। ওরকম একটি রোবটই তাকে ধরে লোহার সঙ্গে পিষে মেরে ফেলে। এ খবর দিয়েছে বার্তাসংস্থা এপি। বিশ্বজুড়ে অসংখ্য সাইয়েন্স ফিকশন বা বৈজ্ঞানিক কল্পকাহিনী নির্ভর বই ও চলচ্চিত্রে দেখানো হয়েছে রোবট বনাম মানুষের লড়াই। সেখানে দেখা যায়, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তারা প্রভু মানুষের ওপরই হামলা করে। কিন্তু স্বস্তির বিষয় হলো, জার্মানির এ দুর্ঘটনা রোবটের কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে নয়, বরং মানুষের ভুলেই ঘটেছে। ফক্সওয়াগনের মুখপাত্র জানান, ‘খুনি’ রোবটটিকে কিছু অটো পার্টস ধরে নির্দিষ্ট জায়গায় লাগিয়ে দেয়ার নির্দেশনা দেয়া থাকে। কিন্তু অটো পার্টসের বদলে মানুষকে ধরেই লাগানোর চেষ্টা করে ওই রোবট। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আরও একজন কর্মী। তবে তিনি আহত হননি। এ ব্যাপারে আর কোন তথ্য দিতে রাজি হননি ফক্সওয়াগনের মুখপাত্র। জার্মান সংবাদ সংস্থা ডিপিএ জানিয়েছে, সরকারি কৌঁসুলিরা এ ঘটনায় অভিযোগ গঠনের চিন্তাভাবনা করছেন। কিন্তু প্রশ্ন হলো, অভিযোগ যদি করতেই হয়, কার বিরুদ্ধে করা হবে?

No comments

Powered by Blogger.