সংলাপের প্রশ্নই আসে না

চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন দেশের উদ্বেগ প্রকাশ সরকারের কাছে গুরুত্বপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, এটা শুধু উদ্বেগই। এর কোন গুরুত্ব নেই। বিদেশীদের সঙ্গে বৈঠক রুটিনওয়ার্ক। এটার সঙ্গে রাজনৈতিক কোন সম্পর্ক নেই। গতকাল ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঢাকার সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভার পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাসিম বলেন, বিএনপির সঙ্গে কিসের সংলাপ? তাদের সঙ্গে সংলাপের প্রশ্নই ওঠে না। বিএনপি নেত্রী খালেদা জিয়ার সমালোচনা করে তিনি বলেন, রাজনীতির পরাজিত সৈনিক খালেদা জিয়ার নির্দেশে অবরোধ হরতালের নামে নৃশংস ঘটনা ঘটছে। একজন রাজনৈতিক নেত্রী বর্তমানে জঙ্গি নেত্রীতে পরিণত হয়েছেন। এ ধরনের ঘটনা নজিরবিহীন। তিনি বলেন, খালেদার হাত মানুষের রক্তে রঞ্জিত। তিনি অশুভ শক্তির মাধ্যমে তার উদ্দেশ্য সফল করতে চান। কিন্তু তার এ চেষ্টা সফল হবে না। নাসিম বলেন, নাশকতা দমনে প্রশাসন তার মতো কাজ করবে। আমরা বিএনপি-জামায়াতকে রাজনৈতিকভাবে মোকাবিলা করবো। একটি দৈনিকে প্রকাশিত বোমাবাজদের পক্ষে আওয়ামী লীগ নেতার প্রত্যয়নের বিষয়ে উপস্থিত সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে মোহাম্মদ নাসিম বলেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। যদি এর সত্যতা মিলে তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। বিএনপির হরতাল অবরোধের নামে নাশকতার প্রতিবাদে আগামী ৮ই ফেব্রুয়ারি বিকাল ৩ থেকে ৪টা পর্যন্ত সারা দেশে ১৪ দলের উদ্যোগে মানবন্ধন অনুষ্ঠিত হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এর আগে ধানমন্ডির কার্যালয়ে ১৪ দলের নেতাদের সঙ্গে ঢাকার সংসদ সদস্য ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, বর্তমান সভাপতি গোলাম কুদ্দুস, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান হেলাল মোর্শেদ, নারী নেত্রী রোকেয়া কবির প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা অবরোধ ও হরতালের নামে বিএনপি জামায়াতের সহিংসতার বিরুদ্ধে ১৪ দলকে আরও সক্রিয় হওয়ার পাশাপাশি ও সরকারের আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার পরামর্শ দেন। এসময় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যকরি সভাপতি মাঈনুদ্দিন খান বাদল, সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডা. ওয়াজেদুল ইসলাম খান, ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ, মোজাফফর)
এদিকে বিকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের সঙ্গে আলেম-ওলামা, নারী সংগঠক ও পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় শেষে ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র ও ইইউ আমাদের কিছু বলেনি, ওদেরকে (বিএনপি-জামায়াত) বলেছে। ওদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এসময় তিনি ৮ই ফেব্রুয়ারির মানবন্ধনে সর্বস্তরের পেশার মানুষদের অংশগ্রহণের আহ্বান জানান।

No comments

Powered by Blogger.