গণতন্ত্রের চেহারা হারিয়ে যাচ্ছে -ড. কামাল

দেশ থেকে গণতন্ত্রের চেহারা হারিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সংবিধান প্রণেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সহিংসতার মোকাবিলা করলে জনগণের বিজয় সুনিশ্চিত বলে এ সময় তিনি আশা প্রকাশ করেন। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে চলমান সহিংসতা বন্ধে বিভিন্ন দাবিতে এক গণঅবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এ গণঅবস্থান কর্মসূচির আয়োজন করে। তিনি আরও বলেন, দুই নেত্রীর রেষারেষির কারণে আজ দেশে অসুস্থ রাজনীতি চলছে। এর শিকার হচ্ছে সাধারণ মানুষ। সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশে সুস্থ রাজনীতি ফিরিয়ে আনার আহ্বানও জানান তিনি। অবস্থান কর্মসূচিতে সিপিবি ও বাসদ নেতারা বলেন, জনগণকে জিম্মি করে খেলা চলতে পারে না। পেট্রলবোমার রাজনীতিতে জনগণের জীবন থমকে গেছে। জনগণের বিরুদ্ধে সহিংসতা চলছে।  আন্দোলনের নামে গণবিরোধী কার্যক্রম মেনে নেয়া যায় না। বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির জন্য বিরোধী দলের পাশাপাশি সরকারকেও দায় নিতে হবে। গণতান্ত্রিক অধিকার খর্ব করে পুলিশ দিয়ে পরিস্থিতি সামলানো যাবে না। সরকার জান-মালের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। রাজনৈতিক সমস্যার সমাধান রাজনৈতিকভাবেই করতে হবে। একতরফা নির্বাচন করে আওয়ামী লীগ জোট জনগণের গণতান্ত্রিক অধিকার খর্ব করার ভেতর দিয়ে যে সঙ্কট তৈরি করেছে, এখন সরকারকে গোঁয়ার্তুমি বাদ দিয়ে সেই সঙ্কট দূর করার উদ্যোগ নিতে হবে। গণতন্ত্র নিশ্চিত করতে হবে। সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে কর্মসূচিতে সংহতি জানিয়ে আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সৈয়দ আবু জাফর আহমেদ,  ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী প্রমুখ।

No comments

Powered by Blogger.