‘সন্ত্রাসের কাছে মাথানত করবো না’ -প্রধানমন্ত্রী

সন্ত্রাস ও জঙ্গিবাদের কাছে মাথানত করবেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে রোটারি ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক রোটারি শান্তি সম্মেলন উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি আরও বলেন, বিএনপি-জামায়াতের পেট্রলবোমা মেরে মানুষ হত্যা ও নাশকতার আন্দোলনে এ পর্যন্ত অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন, আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন আরও কয়েক শতাধিক মানুষ। তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট যেন দেশের মানুষের বিরুদ্ধেই ‘যুদ্ধ’ ঘোষণা করেছে। ঠিক একাত্তরের মুক্তিযুদ্ধে এ ধরনের ঘটনা আমরা দেখেছিলাম। একই কায়দায় এবারও হত্যা করা হচ্ছে সাধারণ মানুষকে। সন্ত্রাসের কাছে মাথানত করবো না, জঙ্গিবাদের কাছে আমরা মাথানত করবো না। ইনশাল্লা আমরা এ কাজে সফল হবো। দশম জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ের তথ্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সে সময়ও ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো বিএনপি-জামায়াত। মহাসড়কের গাছ কেটে ফেলেছিল তারা। পুলিশ-বিজিবিসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ২০ সদস্য তাদের হামলায় নিহত হয়েছিল। আবার তারা একই কায়দায় ধ্বংসযজ্ঞ শুরু করেছে।

No comments

Powered by Blogger.