দিল্লি জয়ী ৬ নারী

দিল্লি বিধানসভা নির্বাচনে ৬ আসনে নারী প্রার্থী জয়ী হয়েছেন। তারা সবাই এএপির। তবে ৭০ আসনের একটি বিধানসভাতে মাত্র ৬ জন নারী মুখ_ সংখ্যাটা খুব ছোটই। ৩৯ বছর বয়সী অলকা চাঁদনি চক থেকে জয়ী হন। বিশ বছর ধরে অলকা কংগ্রেসের বিশ্বস্ত নেত্রী ছিলেন। ২০১৩ সালের ডিসেম্বরে দল ত্যাগ করে এএপিতে যোগ দেন। অলকা কংগ্রেসের প্রার্থী বর্তমান এমএলএ পরলাদ সিং সাহনি এবং বিজেপি প্রার্থী সুমন কুমার গুপ্তকে বিশাল ব্যবধানে হারান। ২৭ বছর বয়সী এএপি নেত্রী রাখি বিড়লা পশ্চিম দিলি্লর মঙ্গলপুরি আসন থেকে ২০১৩ সালের নির্বাচনে সবচেয়ে কনিষ্ঠ নারী হিসেবে বিজয়ী হয়েছিলেন কংগ্রেসের রাজ কুমার চৌহানকে হারিয়ে। এবারও চোহানকে বিশাল ব্যবধানে হারান তিনি। ভাবনা গৌর হারিয়েছেন পালাম আসন থেকে ১০ বছর ধরে বিজেপির সদস্য ধর্ম দেব সোলাঙ্কিকে। ৪২ বছর বয়সী এই নারী ৩০ হাজার ভোটের বিপুল ব্যবধানে বিজেপি প্রার্থীকে হারিয়েছেন। ২৮ বছর বয়সী সারিতা সিং বিজেপি প্রার্থী জিতন্দর মহাজনকে ৭ হাজার ৮৭৪ ভোটে হারিয়েছেন। পারমিলা টোকাস আরকে পুরম আসন থেকে বিজেপি প্রার্থী অনীল কুমার শর্মাকে ১৯ হাজার ভোটে হারিয়ে নতুন এমএলএ নির্বাচিত হন। বন্দনা কুমারী শালিমার বাগের আসন থেকে বিজেপির প্রার্থী রেখাগুপ্তকে ১০ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে বন্দনা কুমারী আবারও নির্বাচিত হলেন। এনডিটিভি, হাফিংটনপোস্ট।

No comments

Powered by Blogger.