স্কুলছাত্রীরা দিনের ৭ ঘণ্টাই মুঠোফোনে

জাপানে হাইস্কুল ছাত্রীরা দৈনিক গড়ে সাত ঘণ্টা তাদের মোবাইল ফোনের পেছনে সময় ব্যয় করে থাকে। এদের প্রায় ১০ শতাংশ দিনে কমপক্ষে ১৫ ঘণ্টা মোবাইলে সময় কাটায়। নতুন এক জরিপ থেকে এ তথ্য জানা যায়। সোমবার প্রকাশিত তথ্য নিরাপত্তা প্রতিষ্ঠান ডিজিটাল আর্টসের জরিপে বলা হয়, পক্ষান্তরে একই বয়সের ছাত্ররা ২৪ ঘণ্টার মধ্যে মাত্র চার ঘণ্টা মোবাইলের পেছনে সময় ব্যয় করে। স্মার্টফোন গেমের পাশাপাশি জাপানের মেসেজিং ও নেটওয়ার্কিং অ্যাপ লাইনের মতো সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে কিশোর-কিশোরীর মোবাইল ফোন ব্যবহার করার প্রবণতা লক্ষ্য করা যায়।
সহজে বহনযোগ্য এ প্রযুক্তির প্রতি নবীন প্রজন্ম আসক্ত হয়ে পড়া নিয়ে ক্রমেই উদ্বেগ বৃদ্ধি পাওয়ার মধ্যেই এ জরিপ চালানো হয়। ডিজিটাল আর্টস জানায়, জাপানের হাইস্কুলের মোট শিক্ষার্থীর ৯৬ শতাংশ মোবাইল ফোন ব্যবহার করে থাকে। পক্ষান্তরে জুনিয়র হাইস্কুলের ৬০ শতাংশ শিক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করে। এদিকে জাপানের প্রাথমিক বিদ্যালয়ের উপরের দিকে প্রতি ১০ জনের চারজন শিক্ষার্থী মোবাইল ব্যবহার করে থাকে। অনলাইনে চালানো এ জরিপে জাপানের বিভিন্ন স্কুলের ৬১৮ শিক্ষার্থীর মতামত নেয়া হয়। এএফপি।

No comments

Powered by Blogger.