খালেদা অভুক্ত -বিএনপির অভিযোগ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার কার্যালয়ে অবস্থানরত সকলেই কাল রাত থেকে অভুক্ত রয়েছেন বলে অভিযোগ করেছে দলটি। দলের যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ এক বিবৃতিতে এ অভিযোগ করেন। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বুধবার রাত থেকে খাবার ও পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে সরকারী পেটোয়া পুলিশ বাহিনীর লোকেরা। খালেদা জিয়া এবং কার্যালয়ে অবস্থানরত সকলেই এখনও অভুক্ত অবস্থায় আছেন। তিনি বলেন, ভাতে মারার আর পানিতে মারার নীতি অবলম্বন করে, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে, টেলিফোন, ফ্যাক্স, ইন্টারনেট ক্যাবলসহ সকল যোগাযোগ বন্ধ করে দিয়ে শেখ হাসিনা নিষ্ঠুর কায়দায় দেশনেত্রী খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করে যাচ্ছেন। জলকামান, বালির ট্রাক, মরিচের স্প্রেসহ সকল ঘৃন্য কায়দায় নির্যাতন প্রচেষ্টা স্বত্বেও জনগণের অধিকার আদায়ের আন্দোলন থেকে দেশনেত্রীকে একচুলও সরাতে ব্যর্থ হয়েছে সরকার। অবশেষে ইতিহাসের জঘন্যতম বর্বর ও হীন দৃষ্টান্ত স্থাপন করে আওয়ামী সরকার সারাবিশ্বের কাছে বাংলাদেশের সম্মানকে ভুলুন্ঠিত করছে। এদিকে বুধবার রাতে পুলিশ খাবার নিতে বাধা দেয়ার পর থেকে গুলশানের কার্যালয়ে বাইরে থেকে খাবার যায়নি। এতে ওই কার্যালয়ে অবস্থান করা কর্মকর্তা-কর্মচারিরা শুকনো খাবার খেয়ে সময় পার করছেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবীর খান। তিনি জানান, আজ সকালের নাশতাও যায়নি ওই কার্যালয়ে। দুপুরের খাবারও যায়নি। এদিকে বুধবার রাতে একটি ভ্যানে করে খাবার আনা হলেও পুলিশ খাবারসহ ভ্যানটি ফেরৎ পাঠায়। যদিও এ বিষয়টি পুলিশের পক্ষ থেকে অস্বীকার করা হয়। এদিকে আজ দুপুরের পর কার্যালয়ে কয়েকজন সাংবাদিক প্রবেশ করতে চাইলে তাদেরও প্রবেশ করতে দেয়নি পুলিশ।

No comments

Powered by Blogger.