মোদি খুবই সাধারণ মানুষ

বিনিয়োগ বাড়ানোর ভাইব্রান্ট গুজরাট সম্মেলনে এসে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ হলেন। জন কেরি বলেন, ‘নরেন্দ্র মোদির মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী হওয়া খুবই প্রশংসনীয় ঘটনা। মোদি খুবই সাধারণ মানুষ। তিনি গুজরাটকে সম্ভাবনাময় রাজ্যে পরিণত করেছেন।’ জন কেরি বলেন, ‘আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা ভারত সফরের জন্য অধীর অপেক্ষায় রয়েছেন। আসন্ন প্রজাতন্ত্র দিবসে অংশগ্রহণ করার জন্য তিনি বিশেষ উৎসাহী হয়ে আছেন।’
জন কেরি বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রীর নিজ শহরে আসতে পেরে ভীষণ ভালো লাগছে। মোদি একটি ছোট রাজ্য থেকে বেরিয়ে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, এতেই বোঝা যাচ্ছে, ভারত পরিবর্তন হচ্ছে। মোদির ‘মেক ইন ইন্ডিয়া’ একটা বড় সুযোগ। আমরা ভারতের সঙ্গে মজবুত সম্পর্ক চাই।’ জন কেরি মোদির ‘সবকা সাথ, সবকা বিকাশ’ স্লোগানের অনুকরণে বলেন, ‘আমরা সবার সঙ্গে, সবার উন্নয়ন চাই।’ নয়াদিল্লির সঙ্গে বাণিজ্য পরিধি প্রসারে ইচ্ছুক ওয়াশিংটন। গত এক বছরে এখানে অর্থনৈতিক বাণিজ্যের পরিমাণ ৫০ হাজার কোটি ডলারে উন্নীত করতে চায় যুক্তরাষ্ট্র।

No comments

Powered by Blogger.