পাকিস্তানে বাস-ট্যাংকার সংঘর্ষ

পাকিস্তানের দক্ষিণাঞ্চলে রোববার ভোরে একটি যাত্রীবাহী বাস একটি তেলবাহী ট্যাংকারকে সজোরে ধাক্কা দিলে নারী ও শিশুসহ অন্তত ৬২ জনের প্রাণহানি ঘটে। সংঘর্ষের পর যান দুটোতে আগুন ধরে যায়। সিন্ধু প্রদেশে তিন মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয় দুর্ঘটনা এটি। দুটি ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানি ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে আশংকা করে কর্তৃপক্ষ জানায়, কয়েকটি মৃতদেহ এমনভাবে পুড়ে গেছে যে তাদের চেনাই যাচ্ছে না। লাশগুলো একটার আরেকটি লেপ্টে ছিল।
তাদের শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার পরিকল্পনা করা হচ্ছে। করাচির জিন্নাহ হাসপাতালের চিকিৎসক সিমি জামালি এএফপিকে বলেন, ‘আমরা ৬২টির বেশি মৃতদেহ পেয়েছি। কিন্তু আহতদের অধিকাংশেরই শরীরের বেশির ভাগ অংশ ঝলসে যাওয়ায় মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে।’ তিনি জানান, ছয় শিশু মহিলাদের জড়িয়ে ধরে ছিল। তাতে মনে করা হচ্ছে ওই মহিলারা হয়তো বা তাদের মা। ওই নারী চিকিৎসক আরও বলেন, ‘তারা এমনভাবে পুড়ে গেছে যে তাদের চেনাই যাচ্ছে না। তাদের কেবল ডিএনএ পরীক্ষার মাধ্যমেই শনাক্ত করা সম্ভব।’ অতিরিক্ত যাত্রীবোঝাই বাসটি দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী করাচি থেকে শিকারপুর যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে ৬০ জনের বেশি যাত্রী ছিল।

No comments

Powered by Blogger.