রাজধানীতে ৪ গাড়িতে আগুন, বিস্ফোরণ- নোয়াখালীতে ২০ গাড়িতে অগ্নিসংযোগ-ভাঙচুর, কাল হরতাল

বিরোধী জোটের টানা অবরোধের অষ্টম দিনে রাজধানীতে যান চলাচল প্রায় স্বাভাবিক রয়েছে। তবে বাস স্ট্যান্ডগুলো থেকে দূরপাল্লার বাস ছাড়ছে না। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সব ট্রেনই নির্ধারিত সময়ের অনেক পরে ছাড়ছে। রাজধানীর বিভিন্নস্থান থেকে বিচ্ছিন্ন সহিংতার খবর পাওয়া যাচ্ছে। সকালে ধানমন্ডিতে অবরোধের সমর্থনে মিছিল বের হয়। এ মিছিল থেকে একটি লেগুনায় আগুন দেয়া হয়। এদিকে, খিলগাঁও কমিউিনিটি সেন্টারের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মতিঝিলে জনতা ব্যাংকের সামনে ২৮টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। আগুন দেয়া হয়েছে একটি বিআরটিসি বাস ও একটি লেগুনায়। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। অবরোধের সমর্থনে লালবাগ ও বনশ্রী এলাকায় ঝটিকা মিছিল করেছেন শিবির কর্মীরা। এসময় ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ বনশ্রী এলাকায় শিবির কর্মীরা ৭ থেকে ৮টি গাড়ি ভাঙচুর করে। ১৫ থেকে ২০ জন শিবির কর্মী এ ভাঙচুর চালায়।  প্রায় একই সময়ে লালবাগে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করে শিবির কর্মীরা। এ সময় তারা রাস্তায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় ও ককটেল বিস্ফোরণ ঘটায়। ঢাকা মহানগর পূর্ব শাখা শিবিরের প্রচার সম্পাদক আবদুল কাদেরের নেতৃত্বে মিছিলটি বের হয়।
নোয়াখালীতে ২০ গাড়িতে অগ্নিসংযোগ-ভাঙচুর, কাল হরতাল
বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ফেনীতে হরতালের ঘোষণা দিয়েছে স্থানীয় ছাত্রদল। কেন্দ্রীয় বিএনপি’র যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপি’র সভাপতি মো. শাহজাহানকে আটক এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কার্যালয়ে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে তারা এ হরতালের ডাক দেয়। এদিকে, বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি মো. শাহজাহানকে আটকের প্রতিবাদে ডাকা হরতালে নোয়াখালীতে যানবাহনে ব্যাপক নাশকতার ঘটনা ঘটেছে। এসময় পিকেটাররা জেলার বিভিন্ন স্থানে ট্রাক, পিকআপভ্যান, অটোরিকসাসহ ২০টি গাড়ি ভাঙচুর ও একটি অটোরিকসায় আগুন দিয়েছে। এসব ঘটনায় পিকেটারদের ছোঁড়া ইটের আঘাতে ২ অটোরিকসা চালক আহত হয়েছেন। পিকেটার সন্দেহে পুলিশ এক যুবককে আটক করেছে। সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার বিকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইনুল হক জানান, বিকাল থেকে পুলিশি পাহারায় লক্ষ্মীপুর থেকে বেশ কয়েকটি গাড়ি ছেড়ে এসেছে। তবে সন্ধ্যার পরে পুলিশি পাহারা ছাড়া লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা কয়েকটি গাড়ি উপজেলার কেন্দুরবাগ এলাকায় আসলে পিকেটাররা ভাঙচুর চালায়। পরে পুলিশ ওই এলাকা থেকে সন্দেহভাজন একজনকে আটক করেছে। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, সন্ধ্যার পরে শহরের দত্তেরহাট এলাকায় পিকেটাররা কয়েকটি ককটেলের বিষ্ফোরণ ঘটায়। অন্যদিকে, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপারবর্তী ইউনিয়ন জামায়াতের আমীর কাজী হানিফকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার দুপুরে জেলা শহর মাইজদী সাব-রেজিস্ট্রার অফিস এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাহে নেওয়াজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জামায়াত নেতা কাজী হানিফকে গ্রেপ্তার করা হয়।

No comments

Powered by Blogger.