‘এক সঙ্গেই রাতযাপন করেছিলেন শশী-মেহের’

সুনন্দা পুষ্কর হত্যা মামলা ক্রমেই ঘোলাটে হয়ে উঠছে। প্রতিদিনই নতুন নতুন তথ্য সামনে আসছে। গতকাল ভারতীয় গণমাধ্যমগুলোতে খবর প্রচারিত হয় যে, সুনন্দার স্বামী ও কংগ্রেস এমপি শশী থারুর পাকিস্তানি সাংবাদিক মেহের তারারের সঙ্গে দুবাইয়ে ৩ রাত্রি যাপন করেছিলেন। এ খবর দিয়েছে জি নিউজ। একটি সংবাদ চ্যানেলে প্রথম রিপোর্টটি প্রকাশিত হয়। এতে বলা হয়, এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন- শশী থারুর ও মেহের তারার দুবাইয়ে তিন রাত কাটিয়েছেন। এর সূত্র ধরে শশী থারুরকে এক হাত নিয়েছেন ভারতের ক্ষমতাসীন বিজেপি দলের নেতা সুব্রামনিয়ম স্বামী। তিনি এক টুইটার বার্তায় লিখেছেন, মেহেরের সঙ্গে তিন রাত কাটিয়েছিলেন শশী থারুর। গত বছর এই মেহের তারারকে নিয়েই শশী ও সুনন্দার মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর কিছুদিন পরই ১৭ই জানুয়ারি দক্ষিণ দিল্লির একটি পাঁচ তারকা হোটেলে সুনন্দার মৃতদেহ উদ্ধার করা হয়। এদিকে গতকাল দিল্লি পৌঁছেছেন শশী থারুর। ধারণা করা হচ্ছে, পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে। কেরালা থেকে গতকাল বেলা দু’টার দিকে তিনি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে মধ্য দিল্লির লোধি এস্টেটে নিজ বাড়িতে চলে যান। দিল্লি যাওয়ার পর তিনি সাংবাদিকদের কোন প্রশ্নের জবাব দেন নি। বাড়িতে পৌঁছে মামলার বিষয়ে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করেন। তার বাড়ির বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে। কেরালার ত্রিসুর জেলায় আয়ুর্বেদী চিকিৎসা নিচ্ছিলেন শশী। সেখান থেকে ছাড়পত্র পাবার পরপরই তিনি দিল্লি পুলিশের তদন্তে প্রশ্ন তুলে পেশাদার তদন্তের দাবি জানান। তিনি আরও জানান, দিল্লি পুলিশ কমিশনার বিএস বাসসিকে লেখা চিঠিতে তিনি তদন্তকারী দলকে পূর্ণ সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছেন। শনিবার পুলিশ জানায়, তারা শশী থারুরকে জিজ্ঞাসাবাদ করবেন। সুনন্দার মৃত্যুর আগে তার সঙ্গে যাদের যোগাযোগ হয়েছিল তাদের জিজ্ঞাসাবাদের পরই জিজ্ঞাসাবাদ করা হবে শশী থারুরকে। জিজ্ঞাসাবাদ যাদেরকে করা হবে তার একটি তালিকা তৈরি করেছে পুলিশ। ইতিমধ্যে শশী থারুরের গৃহকর্মী নারায়ণ সিংকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। নারায়ণের কাছ থেকে জানা গেছে, মৃত্যুর আগের দিন শশী ও সুনন্দার মধ্যে ঝগড়া হয়েছিল। এছাড়া, গত বছর নভেম্বরে পুলিশ সুনন্দা পুষ্করের ব্যবসায়ী বন্ধু সুনীল ত্রাকরুকে জিজ্ঞাসাবাদ করে। গত বছর জানুয়ারিতে সুনন্দা যখন দিল্লিতে যান তাকে বিমানবন্দর থেকে হোটেলে নিয়ে যান ওই সুনীল ত্রাকরু। সুনন্দার মৃত্যুর প্রায় এক বছর পর চূড়ান্ত ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে ১লা জানুয়ারি পুলিশ হত্যা মামলা দায়ের করে। ময়নাতদন্তের রিপোর্ট থেকে পুলিশ নিশ্চিত হয়, আত্মহত্যা নয়, বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল সুনন্দা পুষ্করকে।

No comments

Powered by Blogger.