শিবগঞ্জে পুলিশের সঙ্গে অভিযানে মুখোশধারীরা

চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জে বিশেষ অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগ দিয়েছে মুখোশধারীরা। আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই বিরোধী জোটের নেতাকর্মীদের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে তারা। এ নিয়ে এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। সূত্র জানায়, রোববার রাতে যৌথবাহিনীর অভিযান প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িবহরে ককটেল হামলা চালায় দুর্বৃত্তরা। যৌথবাহিনীর বিশেষ অভিযানের সময় শিবগঞ্জের কানসাটে বাড়িঘর, দোকান-পাট ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে বলেও এলাকাবাসী অভিযোগ করেছে। রাতে চালানো ওই অভিযানে উপজেলার বিভিন্নস্থান থেকে ১০২ জনকে আটক করা হয়েছে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমএম ময়নুল এ তথ্য নিশ্চিত করেছেন। এর মধ্যে র‌্যাব’র একক অভিযানে আটক হয়েছেন ১৭ জন। এদিকে রাতে যোথবাহিনীর অভিযানের সঙ্গে একদল মুখোশধারী কানসাট এলাকায় ১০-১৫টি বাড়িঘর, ১৫-২০টি দোকান-পাটে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। শিবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শহীদুল হক হায়দারীর বাড়িতেও ভাঙচুর চালিয়ে লুটপাট করে মুখোশধারীরা। এ ঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। যৌথবাহিনীর সঙ্গে ওই মুখোশধারী কারা- এ নিয়ে এলাকার সর্বত্র জল্পনা। এ ব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ এমএম ময়নুল জানান, যৌথবাহিনী যখন অভিযানের প্রস্তুত নেয় তখন সন্ত্রাসীরা যৌথবাহিনীর গাড়িবহরে ককটেল হামলা চালায়। ওসি আরও বলেন, আমাদের সঙ্গে কোন মুখোশধারী দল ছিল না। যৌথবাহিনী অপারগ না যে, সন্ত্রাসীদের সহযোগিতা নেবে। কোন বাড়িঘর ও দোকান-পাটে ভাঙচুর-লুটপাট করা হয়নি বলেও তিনি দাবি করেন। আর যদি তা হয়েও থাকে তবে ওই ঘটনা ঘটিয়েছে আমাদের গাড়িবহরে হামলাকারী সন্ত্রাসীরা। অভিযানের সময় বিভিন্নস্থান থেকে বিভিন্ন মামলা ওয়ারেন্টভুক্তসহ ১০২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলেও তিনি জানান। এদিকে অবরোধের সমর্থনে চাঁপাই নবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের বিভিন্ন স্থানে ইট-পাটকেল, টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড সৃষ্টি করে অবরোধকারীরা।

No comments

Powered by Blogger.