প্রধান বিচারপতি হলেন এস কে সিনহা

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)কে নতুন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের অনুমোদনের পর সরকার গতকাল এ নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। আগামী ১৭ই জানুয়ারি বিচারপতি এস কে সিনহা দেশের একবিংশতম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। এর আগের দিন অবসরে যাবেন বর্তমান প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন। বাংলাদেশের ইতিহাসের বেশকিছু আলোচিত মামলার বিচারের সঙ্গে যুক্ত ছিলেন বিচারপতি এস কে সিনহা। তার নেতৃত্বাধীন বেঞ্চই মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে। যুদ্ধাপরাধের নিষ্পত্তি হওয়া অন্য মামলাগুলোর বেঞ্চেও ছিলেন তিনি। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন যে বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিল সে বেঞ্চেরও বিচারক ছিলেন তিনি। বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত রায় দেয়া বেঞ্চেরও সদস্য ছিলেন তিনি। বিচারপতি এস কে সিনহার বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের তিলকপুর গ্রামে। তার জন্ম ১৯৫১ সালের ১লা ফেব্রুয়ারি। ১৯৭৪ সালে সিলেট বারে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার পর ১৯৭৮ সালে হাইকোর্র্টে এবং ১৯৯০ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এস কে সিনহা। হাইকোর্টে বিচারপতি হিসেবে তিনি নিয়োগ পান ১৯৯৯ সালের ২৪শে অক্টোবর। আপিল বিভাগে নিয়োগ পান ২০০৯ সালের ১৬ই জুলাই।

No comments

Powered by Blogger.