বাংলাদেশের এক-তৃতীয়াংশ ভূখণ্ডের দাবি থেকে সরেননি বিজেপি নেতা

বাংলাদেশ থেকে বহু লোক ভারতে অনুপ্রবেশ করছে বলে দাবি করেছেন ক্ষমতাসীন বিজেপির সিনিয়র নেতা সুব্রামনিয়াম স্বামী। তার ভাষায়-বাংলাদেশি অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গ ছাড়াও অসমের জন্য অত্যন্ত বিপজ্জনক। তাই বাংলাদেশের উচিত ভারতকে জমি দেয়া।   সুব্রামনিয়াম স্বামী বলেন, ‘বাংলাদেশ থেকে প্রচুর অনুপ্রবেশ ঘটেছে বাংলায়। এই ঘটনা যত বাড়বে, পশ্চিমবঙ্গ ততই তার অর্থনৈতিক ভারসাম্য হারাবে। বাংলাদেশ সরকারের উদ্দেশে তিনি বলেন, অনুপ্রবেশকারীদের ফিরিয়ে নিন অথবা ভারতকে সমপরিমাণ জমি দিন। তার দাবি-‘বাংলাদেশের জনসংখ্যার এক-তৃতীয়াংশ বর্তমানে ভারতে বসবাস করেন। এই কারণেই ভারতের উচিত বাংলাদেশের মোট ভূখণ্ডের এক-তৃতীয়াংশ দাবি করা। আর তা না হলে বাংলাদেশ তাদের লোকেদের ফিরিয়ে নিয়ে যাক।’ রোববার কলকাতার বণিকসভা এমসিসি চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-র এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। বিজেপির এ নেতা এর আগেও এ ধরনের বক্তব্য রেখেছিলেন। তবে বাংলাদেশের বিভিন্ন মহল এ ধরনের দাবিকে হাস্যকর হিসেবে ঘোষণা করেছে। গত লোকসভা ভোটের প্রচারে নরেন্দ্র মোদি কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর মনোভাব দেখিয়েছিলেন। তিনি অনুপ্রবেশকারীদের পোটলা-পুটলি বেঁধে দেশ ছাড়ার জন্য তৈরি থাকার হুঁশিয়ারি দিয়েছিলেন। সূত্র: আইআরআইবি

No comments

Powered by Blogger.