জার্মানির পত্রিকা অফিসে হামলা

প্যারিসের এক পত্রিকা অফিসে জঙ্গি হামলার চার দিন যেতে না যেতেই জার্মানির হামবুর্গ শহরের একটি পত্রিকার অফিসে হামলা চালানো হয়েছে। সন্ত্রাসী হামলার শিকার প্যারিসের রম্য সাপ্তাহিক পত্রিকা শার্লি হেবদোয় ছাপা মহানবী (সা.)-এর কটূক্তিমূলক কার্টুন ফের ‘হামবুর্গের মর্গেন পোস্ট’ প্রকাশ করায় ওই হামলা চলানো হয় বলে জানা গেছে। পুলিশের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘ওই পত্রিকা অফিসের জানালা লক্ষ্য করে প্রথমে ইট ও পাথর পরে দাহ্য পদার্থ ছোড়ে দুষ্কৃতকারীরা। এ সময় তারা অফিসটিতে আগুন লাগিয়ে দেয়ারও চেষ্টা চালায়। নিচ তলার দুটি রুমে ভাংচুর চালায় তারা। আগুনে অফিসের দুটি কক্ষ এবং মেঝে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি আরও বলেন, ‘কেউ হতাহত হয়নি। পুলিশ দ্রুতই ঘটনাস্থলে পৌঁছে। এ সময় সেখান থেকে দু’জনকে আটক করা হয়।’ তথ্যসূত্র : আলজাজিরা। শার্লি হেবদো দফতরে ন্যক্কারজনক জঙ্গি নাশকতার পর মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে সরব হয় হামবুর্গের মর্গান পোস্ট সংবাদপত্রটি। ফ্রান্সের ওই ব্যঙ্গাÍক সপ্তাহিকীতে প্রকাশিত ৩টি কার্টুন ওই সংবাদপত্রের প্রথম পাতায় পুনর্মুদ্রিত করা হয়েছিল। হেডলাইন ছিল, ‘ঞযরং সঁপয ভৎববফড়স সঁংঃ নব ঢ়ড়ংংরনষব!’ এদিকে রোববারের ওই হামলার ঘটনায় দু’জনক আটক করেছে স্থানীয় পুলিশ। হামবুর্গের এক পুলিশ জানিয়েছেন, প্যারিসের ঘটনার সঙ্গে এর কোনো যোগসূত্র আছে কিনা এখনও এটা নিশ্চিত করে বলা সম্ভব নয়। এছাড়া আটককৃতদের পরিচয় সম্পর্কেও বিস্তারিত জানায়নি পুলিশ।

No comments

Powered by Blogger.